ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ফের চলল গুলি। এবার পূর্ব জেরুজালেমের সিওয়ানে গুলিবিদ্ধ হয়ে জখম এক ব্যক্তি ও তাঁর ছেলে। জানা গিয়েছে, প্যালেস্টাইনের ১৩ বছরের এক কিশোর তাদের লক্ষ্য করে গুলি চালায়। আহত বাবা ও ছেলেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ইজরায়েলর সঙ্গে প্যালেস্টাইনের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রতিফলন এই জোড়া হামলা।
advertisement
কিছুদিন আগেই পশ্চিম ভূখণ্ডের জেনিন শহরে প্যালেস্টাইনি শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছিল ইজরায়েলি সেনা। ২০০৫ সালের পর প্রথমবার ওই অঞ্চলে এত বড় মাপের সামরিক অভিযান চালিয়েছে ইজরায়েল। সেনার তরফে জানানো হয়েছিল, ওই অঞ্চলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ওই অভিযান চালানো হয়েছিল।
ইজরায়েলের এই সামরিক অভিযানে নিহত হন প্যালেস্টাইনের ১০ জন নাগরিক। ইজরায়েলের এই অভিযানের প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় প্যালেস্টাইনের ইসলামিক জেহাদ ও হামাস জঙ্গি গোষ্ঠী। এরপরেই শুক্রবার নেভে ইয়াকভ এলাকার একটি সিনাগগে বন্দুক নিয়ে হামলা চালায় প্যালেস্টাইনের ২১ বছর বয়সি এক যুবক।
সিনাগগে উপস্থিত ব্যক্তিদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে। পরে অবশ্য পুলিসের গুলিতে বন্দুকবাজের মৃত্যু হয়। সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিবৃতিতে ইজরায়েলের পুলিস জানিয়েছে, ধৃতদের সঙ্গে নিহত বন্দুকবাজের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।