TRENDING:

Israel-Gaza Conflict: ১৫ মাসের যুদ্ধ শেষের পথে যুদ্ধবিরতি ইজরায়েল-গাজায়, শুরু বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়া

Last Updated:

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই কিছুটা হলেও শান্তির আবহ ফিরল। রবিবার দুপুরের যুদ্ধবিরতি ঘোষণার পরেই 'যুদ্ধবন্দি' প্রত্যর্পণের সিদ্ধান্ত নিয়েছে হামাস। একই সঙ্গে ইজরায়েলে বন্দি ৯০ জন প্যালেস্তানীয়কেও মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেল আভিভ: ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই কিছুটা হলেও শান্তির আবহ ফিরল। রবিবার দুপুরের যুদ্ধবিরতি ঘোষণার পরেই ‘যুদ্ধবন্দি’ প্রত্যর্পণের সিদ্ধান্ত নিয়েছে হামাস। একই সঙ্গে ইজরায়েলে বন্দি ৯০ জন প্যালেস্তানীয়কেও মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। দুই দেশের এই পদক্ষেপকে ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের শেষ হিসাবেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
যুদ্ধবিরতিতে আশার আলো পশ্চিম এশিয়ায়। ছবি- রয়টার্স
যুদ্ধবিরতিতে আশার আলো পশ্চিম এশিয়ায়। ছবি- রয়টার্স
advertisement

আরও পড়ুন: ‘ডাইরেক্ট অ্যাকশন’!ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর ‘ষড়যন্ত্র’ বাংলাদেশের? ঢাকায় যা ঘটল..

সংবাদ মাধ্যম সূত্রের খবর, মোট তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। ইতিমধ্যেই, হামাসের পক্ষ থেকে তিন ইহুদি নাগরিক রোমি গোনেন, এমিলি ডামারি এবং ডোরোন স্টেইনব্রেকারকে মুক্তির কথা জানানো হয়েছে। অন্যদিকে, ইজরায়েলের তরফ থেকে ৯০ জন বন্দি প্যালেস্তানিয় নাগরিককে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। বন্দি প্রত্যর্পণের প্রথম দিন হিসাবে রবিবারই ছিল যুদ্ধবিরতির প্রথম দিন।

advertisement

আরও পড়ুন: BSFর আপত্তি অগ্রাহ্য, সীমান্ত বরাবর বিশাল বাঁধ নির্মাণ বাংলাদেশের,চিন্তায় ভারত

ইজরায়েল ইতিমধ্যেই রেডক্রসের সহায়তায় গাজার সীমান্তে বন্দিদের শারীরিক পরীক্ষার বন্দোবস্ত করেছে। শারীরিক পরীক্ষার পরেই তারা নিজেদের পরিবারের সঙ্গে আবার দেখা করতে পারবেন। ফিরে আসবেন নিজের দেশে।

আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প ফিরতেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ছবিটা বদলে যায়। গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথের পরেই মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Gaza Conflict: ১৫ মাসের যুদ্ধ শেষের পথে যুদ্ধবিরতি ইজরায়েল-গাজায়, শুরু বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল