India Bangladesh Border Tension: BSFর আপত্তি অগ্রাহ্য করে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত বরাবর বিশাল বাঁধ নির্মাণ বাংলাদেশের, চিন্তায় ভারত

Last Updated:

বাঁধটি ৬০ ফুট চওড়া এবং ২০ ফুট উঁচু করা হচ্ছে। ভারী বর্ষণে ব্যাপক সমস্যা হতে পারে উনকোটি এলাকায়। উনকোটি সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণ নিয়ে অমিত শাহকে চিঠি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

News18
News18
আগরতলা: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কৈলাসহর সীমান্তে বাংলাদেশের সিলেট ডিভিশনের শরিফপুরে অবৈধ বাঁধ নির্মাণের সম্পূর্ণ তথ্য দিয়ে চিঠি দিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা.) মানিক সাহা। বিএসএফের আপত্তি অগ্রাহ্য করে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত বরাবর বিশাল বাঁধ নির্মাণ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সীমান্তের জিরো পয়েন্টে চলছে বাঁধ নির্মাণের কাজ। যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে টানাপোড়েন। উদ্বেগ বাড়ছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়। প্রকৃত অবস্থা কী, সেই সংক্রান্ত পর্যবেক্ষণ রিপোর্ট  কেন্দ্রের  কাছে তুলে দিলেন মাণিক সাহা।
ত্রিপুরার উনকোটি সীমান্ত এলাকায় বাংলাদেশ সরকারের উদ্যোগে আলীনগর, নিশ্চিন্তপুর ও লালারচক এলাকায় নতুন করে উঁচু এবং শক্তিশালী বাঁধ নির্মাণ করার কাজ চলছে। বাঁধটি ৬০ ফুট চওড়া এবং ২০ ফুট উঁচু করা হচ্ছে। এই বাঁধ ভারতের কৈলাশহরের জনগণের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বি-পাক্ষিক সম্পর্কের স্থিতাবস্থার কারণে গত পঁচিশ বছর ধরে ভারতের অংশে কোনও বাঁধ মেরামত বা নির্মাণের কাজ হয়নি। ভারী বর্ষণ হলে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তবে অনেক এলাকায় এখনও বাঁধ নির্মাণ শুরু হয়নি। বাঁধ না থাকলে বর্ষার সময় বন্যা অবধারিত, যা পুরো কৈলাশহরের জীবনযাত্রাকে বিপর্যস্ত করতে পারে।
advertisement
advertisement
বিএসএফ বার বার আপত্তি জানিয়েও বাংলাদেশের জিরো পয়েন্টে বাঁধ নির্মাণ বন্ধ করাতে পারেনি। বিএসএফের অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এসব আপত্তি উপেক্ষা করছে। সম্প্রতি উনকোটির জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সীমান্তের এই বাঁধ নির্মাণস্থল পরিদর্শন করেন।বিএসএফ ও স্থানীয় প্রশাসন তাদের পর্যবেক্ষণ রিপোর্ট জমা দিয়েছে। প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরেই ত্রিপুরা সীমানায় নানা অশান্তির খবর এসেছে। বিএসএফের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করেছে। এরই মধ্যে কয়েকজন বাংলাদেশীকে অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে।।
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Bangladesh Border Tension: BSFর আপত্তি অগ্রাহ্য করে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত বরাবর বিশাল বাঁধ নির্মাণ বাংলাদেশের, চিন্তায় ভারত
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement