TRENDING:

Israel attacks Houthis in Yemen: হিজবুল্লাহর কোমর ভেঙে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা! ১৮০০ কিলোমিটার পেরিয়ে হামলা

Last Updated:

ইজরায়েলের অভিযোগ, গত এক বছরেরও বেশি সময় ধরে ইজরায়েলের উপরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে হাউদিরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেল আভিভ: লেবাননের হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়ে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা৷ লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ অন্তত কুড়ি জন সদস্যকে নিকেশ করার পর রবিবার ইয়েমেনে হুথিদিদের ডেরায় হামলা চালাল ইজরায়েলি যুদ্ধ বিমান৷
এবার ইয়েমেনে হামলা চালাল ইজরায়েল৷
এবার ইয়েমেনে হামলা চালাল ইজরায়েল৷
advertisement

ইজরায়েল থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীর ডেরায় আকাশপথে হামলা চালায় কয়েক ডজন ইজরায়েলি যুদ্ধবিমান৷ ইয়েমেনের রস ইজা এবং হুদায়দাহ এলাকায় হামলা চালান হয়৷ ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানান হয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে হুথিরা সম্প্রতি যে আক্রমণ চালিয়েছিল, তারই জবাব দিতে এই হামলা৷

ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গালান্ট স্পষ্ট করে দিয়েছেন, শত্রুকে নিকেশ করতে ইজরায়েলের সামনে কোনও দূরত্বই বাধা হয়ে দাঁড়াবে না৷ প্রায় ২০০০ কিলোমিটার দূরে ইয়েমেনে হুথিদের ডেরায় ইজরায়েলি যুদ্ধ বিমান যখন হামলা চালাচ্ছিল, তখন কন্ট্রোল রুমে বসে গোটা অপারেশনের নজরদারি চালান ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গালান্ট৷

advertisement

আরও পড়ুন: এয়ার স্ট্রাইকেই কি নিহত হিজাবুল্লা প্রধান? ইজরায়েলের দাবি…মধ‍্যপ্রাচ‍্যে পরিস্থিতি আরও জটিল

হাউদিদের নিয়ন্ত্রণে থাকা একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্র বন্দরেও হামলা চালানো হয়েছে বলে খবর৷ এই সমুদ্র বন্দর ব্যবহার করে ইরান হুথিদের হাতে অস্ত্র আসত বলে ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে৷ গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করেই ইরানের কাছ থেকে পাওয়া অস্ত্রসমূহ যে এলাকাগুলিতে রাখা ছিল, সেখানেই হামলা চালিয়েছে ইজরায়েল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিনিকেতনে শুরু 'পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব', বিশিষ্ট শিল্পীদের নাচ স্বচক্ষে দেখার সুযোগ
আরও দেখুন

ইজরায়েলের অভিযোগ, গত এক বছরেরও বেশি সময় ধরে ইজরায়েলের উপরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে হাউদিরা৷ গত শনিবারও তেল আভিভ সহ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় মিসাইল হামলা চালায় হুথিরা৷ এমন কি, প্যালেস্তাইনে হামাসকেও হুথিরা সাহায্য করছিল বলে ইজরায়েলি গোয়েন্দাদের কাছে খবর ছিল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel attacks Houthis in Yemen: হিজবুল্লাহর কোমর ভেঙে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা! ১৮০০ কিলোমিটার পেরিয়ে হামলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল