TRENDING:

Israel Palestine war: গাজায় শরণার্থী শিবিরে বিমান হামলা ইজরায়েলের, নিহত ৩৭ প্যালেস্তাইনি, ক্ষুব্ধ একাধিক দেশ

Last Updated:

Israel Hamas war: দিনকয়েক আগেই বাস্তুহারা প্যালেস্তাইনিদের একটি শিবিরে বিমান হামলার কারণে বিধ্বংসী আগুন লেগে গিয়েছিল। আবারও সেই একই জায়গায় আঘাত হানল ইজরায়েল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজা: এবার গাজার শরণার্থী শিবিরে আকাশপথে হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ গাজার উপকণ্ঠে রাফাহ শহরে বিমান হানা চালাচ্ছে ইজরায়েল। সেই হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৭ জন। মৃতদের মধ্যে অধিকাংশই যুদ্ধ থেকে বাঁচতে তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছিলেন। দিনকয়েক আগেই বাস্তুহারা প্যালেস্তাইনিদের একটি শিবিরে বিমান হামলার কারণে বিধ্বংসী আগুন লেগে গিয়েছিল, আবারও সেই একই জায়গায় আঘাত হানল ইজরায়েল, জানানো হয়েছে প্রত্যক্ষদর্শী এবং হাসপাতালের আধিকারিকদের তরফে।
শরণার্থী শিবিরে হামলা ইজরায়েলের।
শরণার্থী শিবিরে হামলা ইজরায়েলের।
advertisement

আর শরণার্থী শিবিরে আগুন লাগার এই ঘটনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক স্তরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি ইজরায়েলের ঘনিষ্ঠতম মিত্রপক্ষও রাফাহ-য় সামরিক বাহিনীর আক্রমণ সম্প্রসারণের জন্য তীব্র প্রতিবাদ করেছে। এদিকে বিশ্বমঞ্চে ইজরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার চিহ্ন হিসেবে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

ইজরায়েলি সেনার তরফে অবশ্য জানানো হয়েছে যে, সম্ভবত প্যালেস্তাইনি জঙ্গিদের অস্ত্র থেকেই গৌণ কোনও বিস্ফোরণের কারণে রবিবার ওই শরণার্থী শিবিরে আগুন লেগে থাকতে পারে। মঙ্গলবারের অগ্নিকাণ্ড নিয়ে প্রাথমিক তদন্ত করেছে ইজরায়েল। সে দেশের সেনার মুখপাত্র রিয়ার অ্যাডাম ড্যানিয়েল হাগারি বলেন, ওই আগুনের কারণ জানার জন্য এখনও তদন্ত চলছে।

advertisement

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

ওই বিমান হামলা কিংবা তার পরবর্তী অগ্নিকাণ্ডের কারণে শিবিরে থাকা জ্বালানি, রান্নার গ্যাস অথবা অন্যান্য কিছুর বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ওই আগুনের বলি হয়েছিলেন ৪৫ জন প্যালেস্তাইনি। এমনটাই জানিয়েছেন গাজার স্বাস্থ্য আধিকারিকরা। এ নিয়ে মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। তিনি বলেন, “অগ্নিকাণ্ড এক দুঃখজনক দুর্ঘটনা।”

advertisement

গত ৬ মে নাগাদ ইজরায়েল হামলা চালিয়েছিল রাফাহ-র উপরে। যার ফলে প্রায় দশ লক্ষ মানুষ পালিয়েছিলেন শহর ছেড়ে। এঁদের মধ্যে অধিকাংশই মাত্র আট মাসে ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে একাধিক বার বাস্তুহারা হয়েছেন। ওই শহরের বাসিন্দারা এখন বিভিন্ন শরণার্থী শিবির এবং যুদ্ধবিদীর্ণ এলাকাগুলিতে ছড়িয়েছিটিয়ে রয়েছেন।

গত কয়েক দিন ধরে রাফাহ-র পশ্চিমে লাগাতার বিমান হামলা চলছে। অথচ সেনার তরফে ওই এলাকা খালি করার কোনও রকম নির্দেশ দেওয়া হয়নি। এদিকে আবার রাফাহ-র পূর্ব আর মধ্য প্রান্তে এবং গাজা-মিশর সীমান্ত বরাবর ইজরায়েলি স্থলসেনা এবং ট্যাঙ্ক হামলা চালাচ্ছে। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার ভোরের দিকে রাফাহ-র পশ্চিমে তেল আল-সুলতান জেলায় হামলা চালানো হয়। যার বলি হয়েছেন অন্তত ১৬ জন। এমনটাই জানিয়েছে প্যালেস্তাইনি সিভিল ডিফেন্স এবং প্যালেস্তাইনি রেড ক্রেসেন্ট। রবিবার রাতে যেখানে এয়ার স্ট্রাইক এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার থেকে মাত্র ২০০ মিটার দূরে রাষ্ট্রপুঞ্জের ফেসিলিটির পাশেই এক শিবিরে প্রাণ হারিয়েছেন ৭ জন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলি ইজরায়েলের এই আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে সাবধান করেছিল। এদিকে মঙ্গলবার দুপুরে রাফাহ-র পশ্চিমে ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর একটি হাসপাতালে ইজরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২১ জন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Palestine war: গাজায় শরণার্থী শিবিরে বিমান হামলা ইজরায়েলের, নিহত ৩৭ প্যালেস্তাইনি, ক্ষুব্ধ একাধিক দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল