সম্প্রতি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতির পথে হাঁটলেও অভিযোগ, গোপনে গাজার বিতর্কিত এলাকায় নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করেছে হামাস। যা সংঘর্ষবিরতি লঙ্ঘনের সামিল। এই রিপোর্টের ভিত্তিতেই রাফা এলাকায় এয়ারস্ট্রাইক চালানো হয় ইজরায়েলের তরফে। ইজরায়েল সেনা এই হামলার বিষয়ে কিছু না জানালেও, রয়টর্সের পাশাপাশি ইজরায়েলের একাধিক সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ্যে এনেছে। যদিও প্যালেস্টাইনের সংগঠনের দাবি, তারা এমন কোনও হামলার পরিকল্পনা করেনি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
advertisement
মার্কিন স্বরাষ্ট্র দফতরের জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘প্যালেস্টাইনের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি লঙ্ঘন করবে। মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাকে নষ্ট করবে।’ হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘যদি হামাস এই আক্রমণ চালিয়ে যায়, তাহলে গাজার জনগণ এবং যুদ্ধবিরতি রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও, এই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি হামাস আক্রমণের উত্তরে কী ব্যবস্থা নেবে আমেরিকা।