TRENDING:

প্রায় একদিন পর নিসে জঙ্গি হামলার দায় স্বীকার করল IS, ধৃত ৫ সন্দেহভাজন

Last Updated:

সাম্প্রতিক ইওরোপের বাকি সন্ত্রাসবাদী হামলাগুলির মতো নিসের লীলাতেও তারাই জড়িত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিস: সাম্প্রতিক ইওরোপের বাকি সন্ত্রাসবাদী হামলাগুলির মতো  নিসের লীলাতেও তারাই জড়িত। ২৪ ঘণ্টা পর নিসের গণহত্যার দায় নিয়ে বিবৃতি দিল ইসলামিক স্টেট।
advertisement

ফ্রান্সের সমুদ্র শহর নিসে বাস্তিল দিবসের উদযাপন চলাকালীন ট্রাকের চাকায় পিষে হত্যালীলার দায় স্বীকার করল আইএস। প্রায় ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পর নিজেদের মুখপত্র আল আমাক-এ নৃশংস ঘটনার দায় নিয়েছে এই জঙ্গিগোষ্ঠী। নিহত আততায়ীকে নিজেদের সৈনিক বলে উল্লেখ করেছে ইসলামিক স্টেট।

ফ্রান্স প্রেসিডেন্ট অলান্দের আশঙ্কা সত্যি করেই ঘটনার একদিন পরে দায় স্বীকার করল ISIS ৷ অন্যদিকে, প্যারিস পুলিশের সাফল্য বলতে জালে পাঁচ সন্দেহভাজন।

advertisement

বাস্তিল দিবস-কে বেছে নিয়ে ফের ফ্রান্সের বুকে আইএসের রক্তলীলা। শুক্রবার নিসের রাস্তায় ট্রাকের চাকায় অন্তত ৮৪ জনকে পিষে মেরে ঘটনার দায় নিল ইসলামিক স্টেট।

পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাদের সৈনিক তিউনিসিয়ার বাসিন্দা মহম্মদ লাহৌয়ায়েজ বুহলেলের। আইসক্রিম বিক্রির অছিলায় ফরাসি পুলিশকে ধোঁকা দিয়ে স্বাধীনতার উৎসবে ঢুকেছিল সে।

advertisement

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলান্দ হামলার পরই একে জঙ্গি হামলা বলে চিহ্নিত করে  আইএসের দিকে আঙুল তুলেছিলেন। তার ২৪ ঘণ্টা পর সেই আশঙ্কাই সত্যি হল।

ঘটনার ২৪ ঘণ্টা পর মুখপত্র আল আমাক-এ IS নিসের হামলার দায় স্বীকার করায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আইএস সমর্থকদের উল্লাস চোখে পড়েছে ৷ ফ্রান্সের দখল না নেওয়া পর্যন্ত আইফেল টাওয়ার অন্ধকার রাখার দাবিও করেছে আইএস ৷

advertisement

আইএস ধ্বংস করতে ইতিমধ্যেই ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে প্যারিস। তারই পাল্টা হিসেবে নিসে হামলা করা হল বলে দাবি কূটনীতিকদের।

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, সন্ত্রাসের ধরন পাল্টে একক হামলার পথ বেছে নিয়েছে আইএস। সম্প্রতি ইউরোপের দেশগুলিতে প্রতিটি জঙ্গিহামলার দায় স্বীকার করেছে আইএস। তবে এবার খানিকটা ব্যতিক্রম। একটু সময় নিয়েই দায় নিল তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গতকালের ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক। আট মাস আগেই জঙ্গি হানায় প্যারিসে ১৩০ জন নিহত হন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রায় একদিন পর নিসে জঙ্গি হামলার দায় স্বীকার করল IS, ধৃত ৫ সন্দেহভাজন