TRENDING:

পরপর ৩টে গুলি, কট্টরপন্থীদের রোষে ঝাঁঝরা হয়ে গেলেন স্বাধীনচেতা ইরাকি মডেল

Last Updated:

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ইরাকের রাজধানী বাগদাদের সারা জেলায় ঘটনাটি ঘটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগদাদ: খুব কাছ তেকে পরপর তিনটে গুলি ৷ গভীর ক্ষত চিহ্ন তৈরি করল নিরাপরাধ শরীরে ৷ ঝাঁঝরা হয়ে গেলেন ইরাকের জনপ্রিয় মডেল তারা ফরেস ৷
advertisement

কী তাঁর অপরাধ ? তিনি সুন্দরী, স্বাধীনচেতা, নিজের ইচ্ছেয় নিজের জীবনটা অতিবাহিত করতে ভালবাসেন ৷ সম্ভবত এটাই ভাল চোখে দেখেনি কট্টরপন্থীরা ৷ তাই প্রাণ দিতে হল তারাকে ৷ ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তারা ৷ ফলোয়ারস সংখ্যা ২.৭ মিলিয়ন ৷ তাঁর জীবনের অনেকটাই ফুটে উঠত সোশ্যাল মিডিয়ার ওয়ালে ৷

ফ্যাশনেবল পোশাক পরতেন তিনি, পছন্দের ট্যাটু করিয়েছিলেন ৷ নিজের গাড়ি নিজেই ড্রাইভ করতেন ৷ সেই কারণেই কী মরতে হল তারাকে ? স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ইরাকের রাজধানী বাগদাদের সারা জেলায় ঘটনাটি ঘটে ৷

advertisement

আরও পড়ুন:যুবরানি ডায়নার 'আত্মা'-র সাক্ষাৎকার ! জানালেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল

ওইদিন বাগদাদ থেকে কুর্দিস্তানে ফিরছিলেন তারা ৷ সেখানেই থাকেন তিনি ৷ নিজের পোর্শে কনভার্টিবল চালাচ্ছিলেন তিনি ৷ সেই সময়ই তাঁর গাড়ি আটক করে কয়েকজন দুষ্কৃতি ৷ পরপর চলে গুলি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
পরপর ৩টে গুলি, কট্টরপন্থীদের রোষে ঝাঁঝরা হয়ে গেলেন স্বাধীনচেতা ইরাকি মডেল