এরপর সোমবার সকালেই ইরান ও ইজরায়েল একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। ইরান উত্তরের ইজরায়েলের বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
এসবের মধ্যেই একটি ড্যাশক্যাম ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, ইজরায়েলের অ্যাশড শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের সময় কীভাবে বিস্ফোরণের পর পাথর ও ধ্বংসাবশেষ আকাশে ছিটকে যাচ্ছে। একটি চলন্ত গাড়ি কপাল ভাল থাকায় বেঁচে যায়৷ আর একটু এদিক ওদিক হলেই মিসাইলের আঘাতে শেষ হয়ে যেত আরও কিছু নিরীহ প্রাণ৷
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, একটি গাড়ির খুব কাছেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই গাড়ির উইন্ডশিল্ড ধুলোয় ঢেকে যায়। খবর অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র অ্যাশড শহরের কাছে একটি পাওয়ার স্টেশনে আঘাত হানে।
টাইমস অব ইজরায়েল-এর রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত এই হামলায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে শহরের অন্যান্য অংশে এই বিস্ফোরণের প্রভাব পড়েছে। গোটা ইজরায়েলে ওয়ার সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্ট অনুযায়ী, ইরান একটানা ৪০ মিনিট ধরে ইজরায়েলের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এই তীব্র হামলা শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও গভীর প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনা গোটা বিশ্বের নজর কেড়েছে এবং ভবিষ্যতে বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে।