TRENDING:

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল ইরান

Last Updated:

বাগদাদে ড্রোন হামলায় ইরানের শীর্ষস্থানীয় সেনা আধিকারিকের মৃত্যুর ঘটনায় ট্রাম্প-সহ আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইরান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌তেহরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান৷ একই সঙ্গে ট্রাম্পকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্যও চাইল ইরান৷ বাগদাদে ড্রোন হামলায় ইরানের শীর্ষস্থানীয় সেনা আধিকারিকের মৃত্যুর ঘটনায় ট্রাম্প-সহ আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইরান৷
advertisement

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যাহার করেন ট্রাম্প৷ তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ চলতি বছরের জানুয়ারিতে বাগদাদে তিনটি ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ সেনা আধিকারিক কাসেম সোলেইমানির৷ তেহরানে বিচারক জানান, ওই হামলায় ডোনাল্ড ট্রাম্প–সহ আরও ৩০ জনের জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

তবে ইরানের এই দাবিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইন্টারপোল৷ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ  জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে ট্রাম্প-সহ অন্যদের বিরুদ্ধে 'রেড নোটিস' জারির অনুরোধ করা হয়েছে। এটিই ইন্টারপোলের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ অনুরোধ। তবে এই রেড নোটিস কোনও দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না। তবে চাইলে সরকার সন্দেহভাজনদের ভ্রমণ সীমিত করতে পারে।

advertisement

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের অনুরোধে ইন্টারপোলের রেড নোটিস জারির করার সম্ভাবনা খুব কম।

বাংলা খবর/ খবর/বিদেশ/
ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল ইরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল