ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যাহার করেন ট্রাম্প৷ তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ চলতি বছরের জানুয়ারিতে বাগদাদে তিনটি ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ সেনা আধিকারিক কাসেম সোলেইমানির৷ তেহরানে বিচারক জানান, ওই হামলায় ডোনাল্ড ট্রাম্প–সহ আরও ৩০ জনের জড়িত থাকার অভিযোগ রয়েছে৷
তবে ইরানের এই দাবিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইন্টারপোল৷ ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে ট্রাম্প-সহ অন্যদের বিরুদ্ধে 'রেড নোটিস' জারির অনুরোধ করা হয়েছে। এটিই ইন্টারপোলের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ অনুরোধ। তবে এই রেড নোটিস কোনও দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না। তবে চাইলে সরকার সন্দেহভাজনদের ভ্রমণ সীমিত করতে পারে।
advertisement
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের অনুরোধে ইন্টারপোলের রেড নোটিস জারির করার সম্ভাবনা খুব কম।