এ দিকে ভারতের তরফ থেকে এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করা হয়েছিল৷ আপত্তি জানানো হয়েছিল সিদ্ধান্ত৷ কিন্তু ইন্টারপোলে তাতে বিশেষ কোনও পাত্তা দেয়নি৷ এর ফলে ভারতের তদন্তের ক্ষেত্রে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে৷
আরও পড়ুন: 'পালিয়ে যাও, ইডি আসছে!' অয়নের মোবাইলে মেসেজ পাঠানো রহস্যময়ী কে? শুরু খোঁজ
advertisement
আরও পড়ুন: ঝাড়ুদারের জন্য ৪ লক্ষ, টাইপিস্ট ৭ লাখ! কোন পদে কত দামে চাকরি বেচতেন অয়ন?
মেহুলের বিরুদ্ধে মোট ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ রয়েছে৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতির প্রশ্নেই তাঁর নাম জড়িয়েছিব৷ সেই কীর্তি প্রকাশ্যে আসতেই তিনি ভারত থেকে পালিয়ে যান৷ এর পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল৷ ২০২১ সালে মেহুল অভিযোগ করেছিলেন তাঁকে ভারতীয় গোয়েন্দারা অ্যান্টিগা থেকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে গিয়েছিলেন৷ তাঁর উপর অত্যাচার করা হয়েছিল৷
ইন্টারপোলের বর্তমান দাবি, এই অপহরণের অভিযোগ সত্যি হলেও হতে পারে৷ সেই কারণে অপহরণের অভিযোগ খতিয়ে দেখতেই মেহুলের উপর থেকে রেড কর্নার নোটিস আপাতত সরিয়ে দেওয়া হল৷ মেহুল রেড কর্নার নোটিস সরানোর দাবিতে গত বছর ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিলেন৷