আরও পড়ুন- পার্থ-অর্পিতা নয়, অমিত শাহকে দুর্নীতিতে জড়িত ১০০ তৃণমূল নেতার নাম দিলেন শুভেন্দু
ন্যান্সির এই তাইওয়ান সফরকে আগে থেকেই ভয়ানক বলে আখ্যা দিয়েছিল চিন। মঙ্গলবার ফের সে কথা মনে করিয়ে দেয় বামশাসিত এই দেশ। চিনের পক্ষ থেকে বলা হয়, আমেরিকা ক্রমাগত এক চিনের ঐক্যবদ্ধ রূপকে ভাঙার চেষ্টা করছে। যা অন্যায়। এ বার ন্যান্সির সফর এক ভয়ানক দিকের ইঙ্গিত। আমেরিকা আগুন নিয়ে খেলার চেষ্টা করছে, যার ফল মারাত্মক হতে পারে। যারা আগুন নিয়ে খেলার চেষ্টা করে, তারা সেই আগুনেই পুড়ে মরে।
advertisement
যদিও আগেই ট্যুইট করেছিলেন ন্যান্সি পেলোসি। তিনি দাবি করেছিলেন, আমেরিকার দূত হিসাবে তাঁর সফর কখনই আমেরিকা ও চিনের চুক্তি ভঙ্গ করছে না। আমেরিকার চিনের প্রতি যে নীতি, তা এতে বদলাচ্ছে না। মঙ্গলবার তাঁর তাইওয়ানের মাটি ছোঁয়ার পর থেকে চিনও উষ্মা প্রকাশ করেছে, তার পরে পাল্টা জবাব দিয়েছে হোয়াইট হাউজ। বলা হয়েছে, চিনের দাবি একেবারেই মিথ্যা। পেলোসির তাইওয়ানের সফর কোনও ভাবেই চিনের সার্বভৌমত্বকে আঘাত করছে না। এটা মিথ্যে কথা। এর পাশাপাশি, তাইওয়ানের পক্ষ থেকে আবার আমেরিকার পক্ষে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সেখানে তাইওয়ানের একটি সর্বোচ্চ বাড়ির রঙ পাল্টে ফেলা হয়েছে, সেখানে বলা হয়েছে, তাইওয়ান আমেরিকাকে ভালবাসে।