TRENDING:

Indo China Relation: ওইটুকু দেশ..এত সাহস! ভারত-চিনের মাঝে, নাক গলাচ্ছে নেপাল...বলছে নাকি কালাপানি, লিপুলেখ ওদের!

Last Updated:

সম্প্রতি হিমালয়ের কালাপানি-লিপুলেখ-লিম্পিয়াধূরা পাস ধরে ভারত-চিন বাণিজ্য পথ নতুন করে খোলার কথা ঘোষণা করেছে দুই দেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত-চিনের নতুন বাণিজ্যিক সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে নেপাল৷ ঠিক কী হচ্ছে? পরিস্থিতিটাই বা কী? এতে কী ক্ষতি হতে পারে ভারতের? সম্প্রতি হিমালয়ের কালাপানি-লিপুলেখ-লিম্পিয়াধূরা পাস ধরে ভারত-চিন বাণিজ্য পথ নতুন করে খোলার কথা ঘোষণা করেছে দুই দেশ৷ কিন্তু, সেই বাণিজ্যপথের লিপুলেখের মধ্য দিয়ে বাণিজ্য করায় তীব্র আপত্তি জানিয়েছে নেপাল৷ নেপালের বিদেশ মন্ত্রক মানচিত্র এবং ঐতিহাসিক চুক্তিকে সামনে রেখে দাবি করেছে, ওই জায়গার উপরে নেপালের অধিকার রয়েছে, ভারতের নয়৷ যদিও নেপালের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ভারত৷
News18
News18
advertisement

নেপালের বিদেশমন্ত্রক দাবি জানানোর পরে প্রতিক্রিয়ায় ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল ভারতের অবস্থান স্পষ্ট করে জানান, ‘লিপুলেখ দিয়ে ভারত-চিন বাণিজ্য পুনরায় চালু করা নিয়ে নেপালের বিদেশমন্ত্রকের মন্তব্য আমরা দেখেছি৷ এই বিষয়ে আমাদের অবস্থান আগে যা ছিল তা-ই আছ, পরিষ্কার৷ ১৯৫৪ সালে লিপুলেখ দিয়ে ভারত-চিন বাণিজ্য শুরু হয়৷ সাম্প্রতিক কালে কোভিডের কারণে এই বাণিজ্যপথ বন্ধ ছিল৷ এখন দু’দেশে আবার তা শুরু করতে সম্মতি জানিয়েছে৷’

advertisement

আরও পড়ুন: গুলিয়ে ফেলবেন না…জানুন, কোনটা গ্রিন লাইন…কোনটাই বা ইয়েলো! প্রত্যেক রঙ ধরে একেবারে জেনে নিন কলকাতা মেট্রোর নতুন রুট

নেপালের পদক্ষেপকে জায়সওয়াল ‘এক তরফা পদক্ষেপ’ এবং নেপালের ভূখণ্ডের দাবিকে ‘কৃত্রিম সম্প্রসারণ’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে৷ ভারত দাবি করে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা ভারতের৷

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ বলে বেধড়ক মারধর! অন্য কোথাও নয়…খাস কলকাতাতেই, আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নেপালের আপত্তির বিষয়ে জায়সওয়াল বলেন, ‘‘আঞ্চলিক দাবির ক্ষেত্রে, আমাদের অবস্থান স্পষ্ট৷ ওদের ওই দাবি একেবারেই ন্যায্য নয়৷ সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারত সবসময় নেপালের সঙ্গে গঠনমূলক আলাপচারিতার জন্য উন্মুক্ত৷’’

বাংলা খবর/ খবর/বিদেশ/
Indo China Relation: ওইটুকু দেশ..এত সাহস! ভারত-চিনের মাঝে, নাক গলাচ্ছে নেপাল...বলছে নাকি কালাপানি, লিপুলেখ ওদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল