নেপালের বিদেশমন্ত্রক দাবি জানানোর পরে প্রতিক্রিয়ায় ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল ভারতের অবস্থান স্পষ্ট করে জানান, ‘লিপুলেখ দিয়ে ভারত-চিন বাণিজ্য পুনরায় চালু করা নিয়ে নেপালের বিদেশমন্ত্রকের মন্তব্য আমরা দেখেছি৷ এই বিষয়ে আমাদের অবস্থান আগে যা ছিল তা-ই আছ, পরিষ্কার৷ ১৯৫৪ সালে লিপুলেখ দিয়ে ভারত-চিন বাণিজ্য শুরু হয়৷ সাম্প্রতিক কালে কোভিডের কারণে এই বাণিজ্যপথ বন্ধ ছিল৷ এখন দু’দেশে আবার তা শুরু করতে সম্মতি জানিয়েছে৷’
advertisement
নেপালের পদক্ষেপকে জায়সওয়াল ‘এক তরফা পদক্ষেপ’ এবং নেপালের ভূখণ্ডের দাবিকে ‘কৃত্রিম সম্প্রসারণ’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে৷ ভারত দাবি করে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা ভারতের৷
নেপালের আপত্তির বিষয়ে জায়সওয়াল বলেন, ‘‘আঞ্চলিক দাবির ক্ষেত্রে, আমাদের অবস্থান স্পষ্ট৷ ওদের ওই দাবি একেবারেই ন্যায্য নয়৷ সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারত সবসময় নেপালের সঙ্গে গঠনমূলক আলাপচারিতার জন্য উন্মুক্ত৷’’