advertisement
গত ৩১ জুলাই অপূর্ব ট্যুইটারে পোস্ট করেন, ‘‘আমার মা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে সিঙ্গাপুরে যাচ্ছিলেন৷ আজ সকাল থেকে তিনি নিখোঁজ হয়ে যান৷ ক্রুজের কর্মীরা বলছেন তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন৷ কিন্তু তার কোনও ফুটেজ তাঁরা দেখাতে পারেননি৷ তাঁরা দায়িত্ব ঝেড়ে ফেলছেন৷’’
পরবর্তীতে অপূর্ব জানান তাঁর মা মারা গিয়েছেন৷ এবং নিরন্তর প্রচেষ্টার পর ক্রুজ লাইনার সেই ফুটেজ প্রকাশ করেছে৷ নিখোঁজ মহিলার দেহের সন্ধানে চলছে তল্লাশি৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রীর দফতর এবং সিঙ্গাপুরের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন অপূর্ব৷ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে ইন্ডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে৷
অপূর্বর মা রীতা সাহনি তাঁর স্বামী জাকেশ সাহনির সঙ্গে ’স্পেকট্রাম অব দ্য সিজ’ ক্রুজ শিপে সফর করছিলেন৷ অভিযোগ সিঙ্গাপুর যাওয়ার পথে তিনি সমুদ্রে ঝাঁপ দেন৷ এই ঘটনায় জেরা করা হচ্ছে রীতার স্বামী জাকেশকে৷