TRENDING:

Mysterious : বিলাসতরী থেকে অতল জলে ‘মরণঝাঁপ’? স্বামীর সঙ্গে বিদেশে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ ভারতীয় প্রৌঢ়া

Last Updated:

Mysterious : নিখোঁজ মহিলার দেহের সন্ধানে চলছে তল্লাশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিলাসতরী থেকে ভারতীয় মহিলার উধাও হয়ে যাওয়ার ঘটনা থেকে গেল রহস্যাবৃত হয়েই৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সিঙ্গাপুর প্রণালী দিয়ে যাওয়ার সময় রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি৷ এই ঘটনায় ক্রুজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ নিখোঁজ মহিলার ছেলে অপূর্ব সাহনি৷ তিনি এই মর্মে প্রধানমন্ত্রীর দফতর এবং বিদেশ মন্ত্রকের কাছে অভিযোগও জানিয়েছেন৷ বলেছেন, তাঁর মা সাঁতার জানেন না৷ তাঁকে খুঁজে বার করার জন্য সাহায্য চেয়েছেন ওই যুবক৷ তাঁর অভিযোগ, রহস্যজনক এই ঘটনার কোনও দায় নিতে চাইছে না ক্রুজ সংস্থা৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

advertisement

গত ৩১ জুলাই অপূর্ব ট্যুইটারে পোস্ট করেন, ‘‘আমার মা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে সিঙ্গাপুরে যাচ্ছিলেন৷ আজ সকাল থেকে তিনি নিখোঁজ হয়ে যান৷ ক্রুজের কর্মীরা বলছেন তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন৷ কিন্তু তার কোনও ফুটেজ তাঁরা দেখাতে পারেননি৷ তাঁরা দায়িত্ব ঝেড়ে ফেলছেন৷’’

পরবর্তীতে অপূর্ব জানান তাঁর মা মারা গিয়েছেন৷ এবং নিরন্তর প্রচেষ্টার পর ক্রুজ লাইনার সেই ফুটেজ প্রকাশ করেছে৷ নিখোঁজ মহিলার দেহের সন্ধানে চলছে তল্লাশি৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রীর দফতর এবং সিঙ্গাপুরের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন অপূর্ব৷ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে ইন্ডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অপূর্বর মা রীতা সাহনি তাঁর স্বামী জাকেশ সাহনির সঙ্গে ’স্পেকট্রাম অব দ্য সিজ’ ক্রুজ শিপে সফর করছিলেন৷ অভিযোগ সিঙ্গাপুর যাওয়ার পথে তিনি সমুদ্রে ঝাঁপ দেন৷ এই ঘটনায় জেরা করা হচ্ছে রীতার স্বামী জাকেশকে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mysterious : বিলাসতরী থেকে অতল জলে ‘মরণঝাঁপ’? স্বামীর সঙ্গে বিদেশে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ ভারতীয় প্রৌঢ়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল