TRENDING:

বর্ণবিদ্বেষের শিকার! ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণ করল শ্বেতাঙ্গ যুবক

Last Updated:

ওয়েস্ট মিডল্যান্ডসে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ‘বর্ণবিদ্বেষপ্রসূত ধর্ষণ’-এর ঘটনায় Sikh Federation UK উদ্বেগ প্রকাশ করেছে, পুলিশ অভিযুক্ত শ্বেতাঙ্গ পুরুষকে খুঁজছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসে এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ‘বর্ণবিদ্বেষপ্রসূত ধর্ষণের’ অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত একজন শ্বেতাঙ্গ পুরুষ, যাঁকে খুঁজে বের করতে জনসাধারণের সাহায্য চেয়েছে স্থানীয় পুলিশ।
News18
News18
advertisement

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ওয়ালসালের পার্ক হল এলাকায় রাস্তায় এক distressed অবস্থায় তরুণীকে দেখতে পাওয়া যায়। তরুণীর বয়স কুড়ির কোঠায় বলে জানা গিয়েছে। ঘটনাটিকে পুলিশ “racially aggravated attack” হিসেবে বিবেচনা করছে এবং অপরাধীকে ধরতে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।

এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!

advertisement

ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ…দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে ‘জলাধার’ নিমেষে!

তদন্ত তত্ত্বাবধানকারী ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট রোনান টাইরার বলেছেন,

“এটি একেবারেই ভয়ঙ্কর ও নৃশংস হামলা। অপরাধীকে গ্রেফতার করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের দল প্রমাণ সংগ্রহ করছে এবং আক্রমণকারীর একটি প্রোফাইল তৈরি করছে যাতে দ্রুত তাকে আটক করা যায়।”

advertisement

তিনি আরও বলেন,

“আমরা একাধিক সূত্র ধরে তদন্ত করছি, তবে যারা ওই সময় এলাকায় সন্দেহজনকভাবে কোনও ব্যক্তিকে দেখেছেন, তাদের কাছে পৌঁছানো খুব জরুরি। কেউ যদি গাড়ি চালানোর সময় ড্যাশক্যাম ফুটেজ রেকর্ড করে থাকেন, বা কারও সিসিটিভিতে কিছু ধরা পড়ে থাকে, দয়া করে তা জানাবেন। হয়তো সেটাই হবে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র।”

advertisement

অভিযুক্তের বর্ণনা অনুযায়ী, সে একজন শ্বেতাঙ্গ পুরুষ, বয়স ত্রিশের কোঠায়, ছোট চুল, এবং ঘটনার সময় গাঢ় রঙের পোশাক পরা ছিল।

স্থানীয় কমিউনিটি সংগঠন Sikh Federation UK জানিয়েছে, আক্রান্ত তরুণী একজন পাঞ্জাবি নারী। সংগঠনের দাবি,

“আক্রমণকারী নাকি বাড়ির দরজা ভেঙে ঢুকে ধর্ষণ করেছে। গত দুই মাসে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ একই ধরনের দুইটি বর্ণবিদ্বেষপ্রসূত ধর্ষণের ঘটনা দেখেছে—দু’জনই বিশোর্ধ্ব তরুণী। এখনই সময় অপরাধীদের ধরার।”

advertisement

উল্লেখ্য, গত মাসেই কাছের ওল্ডবেরি এলাকায় এক ব্রিটিশ শিখ তরুণীকে বর্ণবিদ্বেষপ্রসূতভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও পুলিশ জানিয়েছে, আপাতত এই দুটি ঘটনার মধ্যে সংযোগ পাওয়া যায়নি।

ওয়ালসাল পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ফিল ডলবি বলেছেন,

“ওয়ালসাল একটি বহুজাতিক অঞ্চল, তাই এই নৃশংস ঘটনার পর মানুষের ভয় ও উদ্বেগ আমরা বুঝতে পারছি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি, তাঁদের উদ্বেগ শুনছি, এবং আগামী দিনে পুলিশের টহল বাড়ানো হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বর্তমানে পাবলিক প্রোটেকশন ইউনিট, ফরেনসিক দল এবং স্থানীয় পুলিশ একযোগে তদন্তে নেমেছে—সিসিটিভি ফুটেজ উদ্ধার, প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ এবং অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বর্ণবিদ্বেষের শিকার! ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণ করল শ্বেতাঙ্গ যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল