ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ...দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে 'জলাধার' নিমেষে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Water Tank Cleaning: বাড়ির জলাধারে জমেছে কাদা বা ছত্রাক? দুর্গন্ধে ভুগছেন? জেনে নিন বিশেষজ্ঞদের সহজ টিপস—কীভাবে মাত্র কয়েক মিনিটে ট্যাঙ্ক হবে একদম পরিষ্কার।
Water Tank Cleaning Tips: বাড়ির জলাধারের জলই আমরা খাই, স্নান করি, রান্নায় ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, সেই ট্যাঙ্কের ভিতরে কী অবস্থায় জল থাকে? যদি দীর্ঘদিন পরিষ্কার না করা হয়, তবে ট্যাঙ্কে ছত্রাক, শ্যাওলা ও কাদা জমে যায়। এর ফলে জলের গুণমান নষ্ট হয়, তৈরি হয় দুর্গন্ধ, আর তাতে বাড়ে স্বাস্থ্যঝুঁকি। তাই নিয়মিত জলাধার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। দেখে নিন, সহজে কীভাবে পরিষ্কার করবেন আপনার বাড়ির ওয়াটার ট্যাঙ্ক।
advertisement
🧽 ১. বেকিং সোডা ব্যবহার করুন বেকিং সোডা জলাধার পরিষ্কারে দারুণ কার্যকর। এক বালতি গরম জলে দুই টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে ট্যাঙ্কে ঢেলে দিন। ১০ মিনিট অপেক্ষা করে ব্রাশ দিয়ে ট্যাঙ্ক ঘষে নিন। এতে শুধু ময়লা নয়, ট্যাঙ্কের দুর্গন্ধও সম্পূর্ণ দূর হয়ে যায়। মাত্র ১০ মিনিটেই ট্যাঙ্ক হবে একদম নতুনের মতো!
advertisement
advertisement
advertisement
advertisement
