TRENDING:

New York Tourist Bus Accident: নায়াগ্রা দেখে ফিরছিলেন ট্যুরিস্টরা, নিউইয়র্কের রাস্তায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস, ছিলেন ভারতীয়ও, মারাও গেছেন অনেকে

Last Updated:

Indian Tourist Injured: ভারতীয়রা ছিলেন প্রচুর সংখ্যায়, NY Bus accident এ নিহতের সংখ্যা এল সামনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফিরছিল এমন একটি ট্যুরিস্ট বাস রাস্তাতেই পাল্টি খেয়ে যায়- এর ফলে বিশাল অ্যাক্সিডেন্টের ধাক্কা খায় পর্যটক বোঝাই বাসটি৷ এই বাসে ভারতীয় সহ ৫৪ জন যাত্রী ছিল৷ ইন্টারস্টেট হাইওয়েতে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে৷  এই মারাত্মক দুর্ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর সামনে এসেছে৷  আহত বহু৷  শুক্রবার বাফেলো থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে পেমব্রোকের কাছে ইন্টারস্টেট ৯০-এ বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর এই দুর্ঘটনা ঘটে।
নিউ ইয়র্কে উল্টে গেল যাত্রী বোঝাই বাস Photo- AP
নিউ ইয়র্কে উল্টে গেল যাত্রী বোঝাই বাস Photo- AP
advertisement

বাসটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে  জানালা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা লোকজন বাইরে ছিটকে পড়ে যায়। এই বাসযাত্রীরা বেশিরভাগই পর্যটক ছিলেন৷ যাঁদের মধ্যে   শিশুও ছিল।

দেখে নিন সেই মারাত্মক দুর্ঘটনার শিকার বাসের ভিডিও



advertisement

ও’ক্যালাগানের মতে, বাসটি পূর্ব দিকে যাচ্ছিল, যখন এটি মাঝামাঝি স্থানে উল্টে যায়, তারপর রাস্তার ডান পাশে একটি খাদে পড়ে যায়। তিনি জানিয়েছেন যে বাসের বেশিরভাগ যাত্রীই ভারতীয়, চীনা এবং ফিলিপিন্সের। ও’ক্যালাগান  বলেছেন,  “চালক বেঁচে আছেন এবং ভাল আছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি৷ আমরা বিশ্বাস করি কী ঘটেছিল, বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে সম্পর্কে আমাদের পুরো  ধারণা আছে৷”

advertisement

আরও পড়ুন – Sara Tendulkar New Life: দিন কয়েক আগেই অর্জুনের বাগদান হল, বড় দিদির জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা করলেন খোদ বাবা সচিন নিজেই

প্রাথমিক পাওয়া সূত্রের খবর অনুসারে বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না৷ ফলে ঠিক কী কারণে এভাবে যাত্রীবোঝাই বাস উল্টে গেল তার কারণ পূর্ণাঙ্গ তদন্তে খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

ও’ক্যালাঘান বলেন,  ‘‘বাসটি পূর্ব দিকে যাচ্ছিল যখন এটি মধ্যমা অতিক্রম করে এবং অবশেষে রাস্তার ডান পাশে একটি খাদে পড়ে যায়। তিনি আরও বলেন যে বেশিরভাগ যাত্রী ভারতীয়, চীনা এবং ফিলিপাইন ছিলেন৷’’

কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস দেখতে গিয়েছিলেন বাসের যাত্রীরা৷ সেখান থেকে ফিরতি পথে পেমব্রোকের কাছে বাসটি এত বড় দুর্ঘটনার শিকার হয়৷

advertisement

নিউ ইয়র্ক পুলিশের কমান্ডার মেজর আন্দ্রে রে ঘটনাস্থলে জানান, ‘‘এটা মনে করা হচ্ছে যে বাস অপারেটর কোনও কারণে মনোসংযোগ হারান তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরিস্থিতি এভাবে শেষ হয়৷’’

বাংলা খবর/ খবর/বিদেশ/
New York Tourist Bus Accident: নায়াগ্রা দেখে ফিরছিলেন ট্যুরিস্টরা, নিউইয়র্কের রাস্তায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস, ছিলেন ভারতীয়ও, মারাও গেছেন অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল