বাসটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে জানালা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা লোকজন বাইরে ছিটকে পড়ে যায়। এই বাসযাত্রীরা বেশিরভাগই পর্যটক ছিলেন৷ যাঁদের মধ্যে শিশুও ছিল।
দেখে নিন সেই মারাত্মক দুর্ঘটনার শিকার বাসের ভিডিও
advertisement
ও’ক্যালাগানের মতে, বাসটি পূর্ব দিকে যাচ্ছিল, যখন এটি মাঝামাঝি স্থানে উল্টে যায়, তারপর রাস্তার ডান পাশে একটি খাদে পড়ে যায়। তিনি জানিয়েছেন যে বাসের বেশিরভাগ যাত্রীই ভারতীয়, চীনা এবং ফিলিপিন্সের। ও’ক্যালাগান বলেছেন, “চালক বেঁচে আছেন এবং ভাল আছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি৷ আমরা বিশ্বাস করি কী ঘটেছিল, বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে সম্পর্কে আমাদের পুরো ধারণা আছে৷”
প্রাথমিক পাওয়া সূত্রের খবর অনুসারে বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না৷ ফলে ঠিক কী কারণে এভাবে যাত্রীবোঝাই বাস উল্টে গেল তার কারণ পূর্ণাঙ্গ তদন্তে খতিয়ে দেখা হচ্ছে৷
ও’ক্যালাঘান বলেন, ‘‘বাসটি পূর্ব দিকে যাচ্ছিল যখন এটি মধ্যমা অতিক্রম করে এবং অবশেষে রাস্তার ডান পাশে একটি খাদে পড়ে যায়। তিনি আরও বলেন যে বেশিরভাগ যাত্রী ভারতীয়, চীনা এবং ফিলিপাইন ছিলেন৷’’
কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস দেখতে গিয়েছিলেন বাসের যাত্রীরা৷ সেখান থেকে ফিরতি পথে পেমব্রোকের কাছে বাসটি এত বড় দুর্ঘটনার শিকার হয়৷
নিউ ইয়র্ক পুলিশের কমান্ডার মেজর আন্দ্রে রে ঘটনাস্থলে জানান, ‘‘এটা মনে করা হচ্ছে যে বাস অপারেটর কোনও কারণে মনোসংযোগ হারান তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরিস্থিতি এভাবে শেষ হয়৷’’