ঘটনাটি ঘটে গত সপ্তাহে। জানা গিয়েছে, সেন্ট্রাল লন্ডনের বাসিন্দা ছিলেন ৩৩ বছর বয়সের এই যুবতী। সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরপ্রদেশের বরেলির মেয়ে চেইস্থা কোছার। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ময়লা ফেলার ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। পিছনের ছিলেন তাঁর স্বামী। কার্যত তাঁর চোখের সামনেই ঘটে এমন মর্মান্তিক ঘটনা।
advertisement
আরও পড়ুন: বঙ্গসন্তানের জয়, GATE-এ প্রথম বর্ধমানের রাজা! গোটা দেশে অসামান্য সাফল্য
চেইস্থা আগে NITI আয়োগে কাজ করেছিলেন। সম্প্রতি তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ‘বিহেভিয়ারাল সায়েন্সে’ পিএইচডি করছিলেন। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডঃ এসপির মেয়ে। শুধু তাই নয় তাঁর বাবা ছিলেন সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI)-এর মহাপরিচালক।
আরও পড়ুন: সন্দেশখালি ‘জিইয়ে’ রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ
NITI আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন এক্সবার্তায়। তিনি লিখেছেন, চেইস্থা কোছার আমার সঙ্গে নিতি আয়োগের এলআইএফই প্রকল্পে কাজ করতেন। সেখান থেকে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে তিনি বিহেভিয়েরাল সায়েন্সে গবেষণা করতে গিয়েছিলেন। লন্ডনের পথে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রীর। কোছারকে তিনি মেধাবী, উজ্জ্বল সম্ভাবনাময়, সাহসী এবং প্রাণচঞ্চলতায় ভরপুর একটি মেয়ে হিসেবে স্মৃতিচারণা করেছেন।