GATE Topper: বঙ্গসন্তানের জয়, GATE-এ প্রথম বর্ধমানের রাজা! গোটা দেশে অসামান্য সাফল্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
GATE Topper: সর্বভারতীয় এই পরীক্ষায় রাজ্যের নাম উজ্জ্বল করায় গর্বিত বর্ধমানবাসী, গোটা রাজ্য। প্রথমেই রাজার নাম প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভাসল রাজার পরিবার।
বর্ধমান: GATE-এ প্রথম স্থান দখল করলেন বর্ধমানের ছেলে রাজা মাঝি (ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষা,’গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’)। সর্বভারতীয় এই পরীক্ষায় রাজ্যের নাম উজ্জ্বল করায় গর্বিত বর্ধমানবাসী, গোটা রাজ্য। প্রথমেই রাজার নাম প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভাসল রাজার পরিবার।
শিক্ষকতা পেশাকে ভালবেসে প্রতিভাবান যুবক রাজা মাজি মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় কাজের সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করেন। এমন এক শিক্ষক গেট পরীক্ষায় ভারতসেরা হওয়ায় আজ গর্বিত গোটা বাংলা। গর্বিত তাঁর পরিবার পরিজন ও ছাত্র ছাত্রীরা। তবে এত বড় সাফল্যের পরেও শিক্ষকতা পেশাকে আঁকড়ে ধরে থাকার সিদ্ধাতেই রাজা অবিচল রয়েছেন।
আরও পড়ুন: সন্দেশখালি ‘জিইয়ে’ রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ
বর্ধমানের খালুইবিল মাঠ এলাকার বাসিন্দা রাজা মাঝি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে ২০১০ সালে মাধ্যমিক পাশ করেন রাজা। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করেন ৫ বছর। তবে প্রথম থেকেই শিক্ষকতার ইচ্ছা থাকায় ছেড়ে দেন কেন্দ্রীয় সরকারের চাকরি। এর পর বিষ্ণুপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকতার চাকরিতে যোগ দেন তিনি। এখানেই চাকরিরত অবস্থায় উচ্চশিক্ষার জন্য বসেন গেট পরীক্ষায়। সেখানেই সর্বোচ্চ সাফল্য পান তিনি।
advertisement
advertisement
এই সাফল্যে রাজা মাঝি জানিয়েছেন, ‘ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার পর চাকরি করার ইচ্ছা কোনওদিনই ছিল না। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ৫ বছর চাকরি করার পরেও মনে হয়েছিল এই কাজ আমার জন্য নয়। শুধুমাত্র উচ্চশিক্ষার জন্যেই আমি গেট পরীক্ষা দিয়েছি। তবে উচ্চশিক্ষা শেষ হওয়ার পর এই শিক্ষকতাতেই থাকব।’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 10:54 AM IST