TRENDING:

অশান্ত তুরস্কে আটকে ভারতীয় পড়ুয়ারা

Last Updated:

তুরস্কে স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যোগ দিতে গিয়ে আটকে পড়ল ১৪৮ জন ভারতীয় পড়ুয়া এবং ৩৮ জন আধিকারিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আঙ্কারা:  তুরস্কে স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যোগ দিতে গিয়ে আটকে পড়ল ১৪৮ জন ভারতীয় পড়ুয়া এবং ৩৮ জন আধিকারিক ৷ তুরস্কের সেনা অভ্যুত্থানের জন্য সেখানে আটকে পড়েছেন বিশ্ব স্কুল স্পোর্টসে যোগ দিতে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। তাদের সুরক্ষিত থাকার কথা নিশ্চিত করেছে বিদেশ মন্ত্রক এবং একই সঙ্গে জানিয়েছে, আগামী সপ্তাহে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
advertisement

তুরস্কের শহর ট্রাপজোনে বসছে বিশ্ব স্কুল স্পোর্টসের আসর। ১১ জুলাই সেখানে পৌঁছয় ভারতীয় দল। ১৪৮ জন পড়ুয়ার সঙ্গে রয়েছে ৩৮ জন আধিকারিক। সেখান থেকে ভিডিও বার্তা পাঠায় পড়ুয়ারা। কেন্দ্রের কাছে তাদের উদ্ধার করার আর্জি জানায় । দ্রুত পদক্ষেপ নেয় বিদেশ মন্ত্রক।

সুষমা স্বরাজের ট্যুইট করে জানায়, সবাই নিরাপদে আছে। ১৮ জুলাই থেকে পড়ুয়ারা দেশে ফেরা শুরু করবে।

advertisement

অশান্ত তুরস্কে প্রবাসী ও সফররত ভারতীয়দের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। অন্যদিকে, তুরস্কের নির্বাচিত সরকারের পাশে দাঁড়িয়েছে ভারত। বিদেশমন্ত্রী  ট্যুইট করে সবাইকে গণতন্ত্রকে সমর্থন করার কথা বলেন।

advertisement

শুক্রবার রাতে আচমকা তুরস্কে  সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়। টানা কয়েকঘণ্টা চলে সংঘর্ষ । বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন ১৯৪ জন ৷ নিহতদের মধ্যে ৪১ জন পুলিশ, ৪৭ জন সাধারণ মানুষ, ১০৪ জন বিদ্রোহী সেনা ৷  আহত হয়েছেন ১৫৫৪ জন ৷ ইতিমধ্যে  ১৫৬৩ জন বিদ্রোহী সেনাকে আটক করা হয়েছে  এবং ২০০ জন বিদ্রোহী আত্মসমর্পণ করেছেন ৷

advertisement

খবর আসার পরে প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ে কেন্দ্রের। ঘটনার পর একের পর এক ট্যুইট করে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর সতর্কবার্তা, কেউ প্রকাশ্য স্থানে যাবেন না। সবাই ঘরে থাকুন।

advertisement

ভারতীয়দের ২টি হেল্প লাইন নম্বর-

অঙ্কারা -905303142203

ইস্তানবুল- 905305671095

বিদেশ মন্ত্রক থেকে প্রবাসী ও তুরস্ক সফররত ভারতীয়দের জন্য দুটি ফোন নম্বর দেওয়া হয়। সে দেশের দূতাবাসের সাহায্য নিতেও বলা হয়। হতাহতদের মধ্যে কোনও ভারতীয় আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সেনা অভ্যুত্থানের চেষ্টার বিরুদ্ধে তুরস্কের নির্বাচিত সরকারের পাশে দাঁড়িয়েছে ভারত।

সব পক্ষকে অনুরোধ, গণতন্ত্রকে সমর্থন করুন। ব্যালটের রায়কে মানতে হবে। এড়াতে হবে রক্তক্ষয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিদেশ মন্ত্রক নজর রেখেছে তুরস্কের পরিস্থিতির উপর। ভারতীয়দের সম্পর্কে খবর পেতে যোগাযোগ রাখা হচ্ছে সে দেশের প্রশাসনের সঙ্গে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
অশান্ত তুরস্কে আটকে ভারতীয় পড়ুয়ারা