আমেরিকার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির ২ তারিখ নিঁখোজ ছিলেন তরুণী৷ মৃতা তরুণী ইলিয়ট সিটির বাসিন্দা ছিলেন৷ তদন্তকারীরা জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর শেষবার নিজের অ্যাপার্টমেন্টে দেখা গিয়েছিল নিকিতাকে৷ জানুয়াররি ২ তারিখে নিকিতার প্রাক্তন প্রেমিকি ২৬ বছর বয়সী অর্জুন শর্মা পুলিশের কাছে নিকিতার নিখোঁজ ডায়েরি করেন৷
advertisement
পরে অর্জুনের আবাসন থেকেই উদ্ধার করা হয় নিকিতার মৃতদেহ৷ অভিযুক্ত অর্জুন শর্মার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেছে পুলিশ৷ অভিযুক্ত অর্জুনের বিরুদ্ধে খুনের (ফার্স ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি) মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত এখনও চলছে৷
আরও পড়ুন: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি
প্রসঙ্গত, দেহ উদ্ধারের পর থেকেই নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকার ভারতীয় দূতাবাস৷ রবিবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে, নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ইউএস-এর স্থানীয় কতৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে৷
