TRENDING:

ব্রিটিশ জাহাজে মিসাইল হামলা, আটকে ২২ জন ভারতীয় নাবিক! উদ্ধারে নৌসেনা

Last Updated:

আর্তিতে সাড়া দিয়ে শুক্রবার রাতেই ব্রিটিশ জাহাজটির সাহায্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইয়েমেনের হাউদি বাহিনীর মিসাইল হামলায় এডেন প্রণালীতে আগুন ধরে গেল তেল বহনকারী ব্রিটিশ জাহাজে৷ এমভি মারলিন লুয়ান্ডা নামে ওই জাহাজটিতে ২২ জন ভারতীয় নাবিক রয়েছেন৷ এ ছাড়াও রয়েছেন একজন বাংলাদেশী নাবিকও৷
মিসাইল হামলার পর জ্বলছে ব্রিটিশ জাহাজ৷
মিসাইল হামলার পর জ্বলছে ব্রিটিশ জাহাজ৷
advertisement

ইয়েমেনি জঙ্গিদের হামলার পরই সাহায্য চেয়ে বিপদ সঙ্কেত পাঠান ওই ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন৷ আর সেই আর্তিতে সাড়া দিয়ে শুক্রবার রাতেই ব্রিটিশ জাহাজটির সাহায্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম৷ ভারতীয় নৌসেনার পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷

আরও পড়ুন: রাহুলের পদযাত্রা শুরুর আগের দিন মমতাকে চিঠি খাড়গের! বরফ গলবে?

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আগুন ধরে যাওয়ার পর প্রাণ বাঁচাতে ওই ব্রিটিশ জাহাজ থেকে বেরিয়ে এসেছেন সব নাবিক৷ যদিও পরে বিশ্বস্ত সূত্র থেকে খবর মিলেছে, জাহাজে থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন নাবিকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ভারতীয় নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপনাস্ত্র ধ্বংস করার ক্ষমতাধারী আইএনএস বিশাখাপত্তনম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতেও সাহায্য করছে৷ তবে ব্রিটিশ জাহাজের উপরে এই হামলার পরই হাউদি বাহিনীর একটি অ্যান্টি শিপ মিসাইল তারা ধ্বংস করেছে বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রিটিশ জাহাজে মিসাইল হামলা, আটকে ২২ জন ভারতীয় নাবিক! উদ্ধারে নৌসেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল