খবর পেয়েই ব্যবস্থা নেয় ভারতীয় নৌসেনা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নৌবাহিনীর লড়াকু হেলিকপ্টার ALH ধ্রুবতে করে কম্যান্ডোদের একটি দলকে অপহৃত জাহাজে নামিয়ে দেয়। জানা গিয়েছে, বিশেষ অভিযানে জলদস্যুদের জাহাজ থেকে তাড়িয়ে দিতে এবং মাছ ধরার জাহাজের ক্রুদের উদ্ধার করতে সক্ষম হয় তারা।
আরও পড়ুন, এবার জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হবে কন্ট্রোল রুম, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ নবান্নের
ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইএনএস সুমিত্রকে এডেন উপসাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের জন্য মোতায়েন করা হয়েছিল। আইএনএস সুমিত্র জানতে পেরেছিল যে ইরানি পতাকাবাহী মাছ ধরার জাহাজ আল নাইমির ক্রু, যাতে ১৯ জন পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের বন্দি করেছে জলদস্যুরা।
খবর পেয়েই আইএনএস সুমিত্রা অপহৃত জাহাজটির পিছু নেয়। ভারতীয় নৌবাহিনীর ওই জাহাজে কম্যান্ডোরা হেলিকপ্টারে করে অপহৃত জাহাজটির উফর নামে। তারপরেই জাহাজ ফেলে চম্পট দেয় জলদস্যুরা। বেশ কয়েকজন আত্মসমর্পণও করে দেয় ভারতীয় নৌসেনার সামনে।