আসলে ভারতে ডাক্তারি পড়ার যা চাহিদ, সেই তুলনায় ডাক্তারির আসন অনেকটাই কম। আবার ভারতে বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে যা খরচ হয়, সেই তুলনায় ইউক্রেনে ডাক্তারি পড়ার খরচ অনেক কম। তার সঙ্গেই সে দেশের ডাক্তারি সংক্রান্ত পড়াশোনার কাঠামোও যথেষ্ট উন্নত মানের। ফলে ডাক্তারি পড়তে চাওয়া পড়ুয়াদের অনেকেরই পছন্দের নাম ইউক্রেন।
advertisement
আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলা, ব্যাপক দাম বাড়ছে রান্নাঘরের এই দুই জিনিসের! আরও বাড়ার আশঙ্কা
ইউক্রেনের মেডিক্যাল কলেজগুলি অত্যাধুনিক মানের। সেখানকার অধ্যাপক থেকে পরিকাঠামো, সবকিছুই পড়ুয়াদের জন্য সেরা মানের। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পড়ুয়াদের জন্য ঢালাও সুযোগ সুবিধাও দেয় ইউক্রেন সরকার। ফলে কম অর্থ ব্যয় করে বিশ্বমানের এমন শিক্ষা পরিকাঠামো পেতে ভারত সহ বিভিন্ন দেশের ডাক্তারি পড়ুয়ারা ভিড় জমান পূর্ব ইউরোপের এই দেশে।
আরও পড়ুন: খোলা হল কন্ট্রোল রুম, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে তৎপর নবান্ন
এছাড়াও ইউক্রেনের মেডিক্যাল কলেজগুলি World Health Council দ্বারা স্বীকৃত। ফলে সেখান থেকে পাওয়া ডাক্তারি ডিগ্রি বিশ্বের প্রায় সব জায়গাতেই স্বীকৃত। এই ডিগ্রি থাকলে বিদেশে চাকরির ক্ষেত্রেও সুবিধা হয়। সেই কারণেই এত সংখ্যক ভারতীয় পড়ুয়া এখন আটকে আছেন ইউক্রেনে। আপাতত তাঁদের একটাই লক্ষ্য, ঘরে ফেরা।