এ বার ভাগ্যবানদের তালিকায় যোগ হল আদতে কেরলের বাসিন্দা জন ভার্গিসের নাম ৷
পয়লা এপ্রিলের সকালে তাঁর কাছে এই খবরটা এসেছিল ৷ সেই কারণে প্রথমটায় বিশ্বাস করতে পারেননি তিনি যে, তিনিই এই জ্যাকপট জিতেছেন ৷ ভেবেছিলেন কেউ ১ এপ্রিলের সকালে তাঁকে বোকা বানানোর চেষ্টা করছেন ৷ যাচাই করে নিয়ে অবশেষে বুঝতে পারেন এটা নিছক মজা নয় ৷ সম্পূর্ণ সত্যি ৷
advertisement
২১ কোটি টাকার জ্যাকপট পেয়ে কী করতে চান জন ? তিনি জানিয়েছেন, জ্যাকপট থেকে প্রাপ্ত অর্থ তাঁর চার বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। কিন্তু তার আগে নিজের সাধারণ ফোনটা বদলে একটা স্মার্টফোন কিনতে চান ভার্গিস।
২০১৬ থেকে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন তিনি। বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী ও দুই সন্তান। তাদের ভবিষ্যতের জন্য টাকা লগ্নি করতে চান জন ৷
এর পাশাপাশি দরিদ্রদের পাশে দাঁড়াতেও চান এই জ্যাকপট বিজয়ী ৷