TRENDING:

৭০ জন প্রতিবাদীকে নিজের ঘরে আশ্রয় দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক !

Last Updated:

প্রতিবাদে উত্তালও হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি ৷ সেরকমই এক উত্তাল সন্ধেতে সুপারহিরোর তকমা পেলেন রাহুল দুবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাহুল দুবেই এখন আমেরিকার নতুন সুপারহিরো ৷ তিনিই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ৷ নেটিজেনরা একডাকে এখন চিনে ফেলছেন, এতদিনের     ‘অচেনা’ মানুষটিকে ৷ ওয়াশিংটনের ৭০ জন  প্রতিবাদীর কাছে তিনি তো সাক্ষাৎ দেবতা !
advertisement

আমেরিকার নানা শহরে জর্জ ফ্লোয়েডের মৃত্যুকে ঘিরে প্রতিবাদের ঝড় চলছেই ৷ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি ৷ সেরকমই এক উত্তাল সন্ধেতে সুপারহিরোর তকমা পেলেন রাহুল দুবে ৷

তা ঠিক কী করেছিলেন রাহুল?

সন্ধে তখন ৭ টা ৷ আগের দিন রাতেই হোয়াইট হাউজ ঘিরে ফেলেছিল প্রতিবাদীরা ৷ পরিস্থিতিকে সামলাতে কার্ফু ডাকা হয়েছিল ওয়াশিংটনে ৷ কার্ফু-র মধ্যেই প্রায় ৭০ জন প্রতিবাদী রাস্তায় বেরিয়ে বিরোধ দেখাতে শুরু করলে প্রতিবাদীদের আটকাতে পুলিশ তৎপর হয়ে ওঠে৷ শুরু করে পেপার স্প্রে ছড়ানো ৷ ঠিক সেই সময়ই বাড়ির দরজা খুলে দেন রাহুল ৷ নিজের তিন তলা বাড়িতে নিয়ে আসেন ৭০ জন প্রতিবাদীকে ৷ পুলিশের হাত থেকে বাঁচতে গোটা এক রাত রাহুলের বাড়িতেই আশ্রয় নেন প্রতিবাদীরা ৷ সকাল ৬ নাগাদ কার্ফু খুলতেই, প্রতিবাদীরা রাহুলের বাড়ি ছাড়েন  ৷

advertisement

প্রতিবাদীদের এভাবে সাহায্য করার ঘটনা বিরল ৷ তাই রাহুলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷ এমনকী, রাহুলের প্রশংসা করেছেন রাহুল গান্ধিও ৷

advertisement

সংবাদমাধ্যমে রাহুল দুবে জানিয়েছেন, ‘আমি চাই  আমার ১৩ বছরের ছেলেও যেন এরকমই প্রতিবাদের অংশ হোক ৷ এই শিক্ষাতেই শিক্ষিত করতে চাই ওকে৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
৭০ জন প্রতিবাদীকে নিজের ঘরে আশ্রয় দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল