TRENDING:

রাষ্ট্রসঙ্ঘের সভায় হঠাত্‍ কাশ্মীর ইস্যু নিয়ে সরব ইমরান, ওয়াক-আউট করল 'ক্ষুব্ধ' ভারত

Last Updated:

পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে, ব্যক্তিগত আক্রমণ, যুদ্ধে উস্কানিমূলক বিবৃতি৷ কড়া জবাব আসছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে হঠাত্‍ কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ যার নির্যাস, রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভা থেকে ওয়াক আউট করল ভারত৷ রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নীচু মানের কূটনীতি বলে ব্যাখ্যা করেন৷
advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ও ভারত প্রসঙ্গে নিন্দা শুরু করতেই, ভার্চুয়াল সেশন থেকে ওয়াক-আউট করেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো৷ ট্যুইটারে তিরুমূর্তি লেখেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নতুন নীচু মানের কূটনীতি৷ পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে, ব্যক্তিগত আক্রমণ, যুদ্ধে উস্কানিমূলক বিবৃতি৷ কড়া জবাব আসছে৷'

advertisement

আরও পড়ুন: SCO মিটিংয়ে ম্যাপে গোটা কাশ্মীর নিজেদের অংশ দেখাল পাকিস্তান, দেখেই বেরিয়ে গেলেন দোভাল

শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান৷ পাক প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই মিজিতো ভিনিতো ওয়াক আউট করেন৷ ভারত এরপর পাকিস্তানকে জানায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ও থাকবে৷ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷

advertisement

এ দিন রাষ্ট্রসঙ্ঘে বিবৃতিতে ইমরান খান বলেন, বিভিন্ন দেশে 'ইসলামোফোবিয়া' বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ Covid-19 অতিমারির আবহে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো চলছে৷ পাক সংবাদপত্র ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইমরানের বক্তব্য, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷

এ দিনই মানবাধিকার কাউন্সিলে ৪৫তম সেশনে ভারত বলে, পাকিস্তানের অন্যকে নিয়ে মিথ্যে প্রচার করা উচিত নয়৷ মনে রাখতে হবে, সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ হল সন্ত্রাসবাদ৷

advertisement

কয়েকদিন আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-র সদস্যভূক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বৈঠক থেকেও ওয়াক আউট করে ভারত৷ ওই বৈঠকেও পাকিস্তানের প্রতিনিধি যে ম্যাপ বা মানচিত্র ব্যবহার করেন, তাতে দেখা যায়, কাশ্মীরে ভারতের অংশও পাকিস্তানের ম্যাপে ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ পাকিস্তানের ওই কীর্তি দেখে রাশিয়ার নেতৃত্বে ওই মিটিং থেকে তত্‍ক্ষণাত্‍ বেরিয়ে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'পাকিস্তানের এই ধরনের কাজ নির্লজ্জের মতো আয়োজক দেশের অ্যাডভাইসরিকে অমান্য করার সামিল৷ এবং বৈঠকের নিয়ম লঙ্ঘন করা৷ আয়োজকের সঙ্গে আলোচনার পরেই ভারতের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যান৷ আশা মতোই পাকিস্তান ওই বৈঠকে একটি বিভ্রান্তিকর মত পোষণ করতে চেয়েছিল৷'

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রসঙ্ঘের সভায় হঠাত্‍ কাশ্মীর ইস্যু নিয়ে সরব ইমরান, ওয়াক-আউট করল 'ক্ষুব্ধ' ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল