জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের ভয়াবহ হামলা। রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকধারী। গুলির আঘাতে রাস্তার উপরে লুটিয়ে পড়লেন সাধারণ মানুষ। ভয়াবহ এই দৃশ্যটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এক সংবাদসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে এই ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি বিচে চলছিল ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান Hanukkah এবং ঘটনার দিন ছিল উৎসব উদযাপনের প্রথম দিন। সেই দিনই ২ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। সিডনিতে হওয়া এই হামলাকে আগেই ‘জঙ্গি হামলা’ বলে ঘোষণা করেছে সে দেশের পুলিশ। এবার দক্ষিণ আফ্রিকাতেও ঘটল এই ধরনের ঘটনা।
তবে, এমন ঘটনা জোহানেসবার্গে নতুন নয়। ২০২২ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছেই সোয়েতো টাউনশিপের একটি বারে আচমকাই হানা দেয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলি চলে বেশ কিছুক্ষণ ধরে। সেই হামলাতেও মৃত্যু হয়েছিল ১৪ জনের।
