TRENDING:

Bangladesh Visa: এবার কি তাহলে ভারতের দরজা বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য? নেওয়া হল বড় সিদ্ধান্ত! অপেক্ষায় থাকা বাংলাদেশিদের এবার কী হবে?

Last Updated:
Bangladesh Visa: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে।
advertisement
1/6
এবার কি তাহলে ভারতের দরজা বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য? নেওয়া হল বড় সিদ্ধান্ত!
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ অবস্থা বাংলাদেশের। দেশজুড়ে অশান্তি ও বিক্ষোভের আবহে এবার বাংলাদেশের সিলেটে অবস্থিত ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও বৃদ্ধি করল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল চট্টগ্রামে। রবিবার থেকে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার।
advertisement
2/6
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে।
advertisement
3/6
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
advertisement
4/6
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশীতে ভারতের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল মানুষ। এ সময় তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে।
advertisement
5/6
খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে হওয়া জমায়েত থেকে হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করছিল। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল।
advertisement
6/6
পরে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারী হাই কমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যায়। তবে ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি ও লাঠিপেটা করতে হয় পুলিশকে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Visa: এবার কি তাহলে ভারতের দরজা বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য? নেওয়া হল বড় সিদ্ধান্ত! অপেক্ষায় থাকা বাংলাদেশিদের এবার কী হবে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল