রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে–মিয়ং চিনে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছেন। এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৩৩তম বার্ষিকীতে ঘটল। প্রাক্তন ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার পার্ক বিয়ং–সুগ দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে সাংসদ কিম তে–নিয়ন, পার্ক জং এবং প্রাক্তন প্রেসিডেন্ট রো তে–উর ছেলে রো জে–হুনও রয়েছেন। এটি স্পষ্ট যে দক্ষিণ কোরিয়া ও চিন নতুন সম্পর্ক গড়ছে।
advertisement
আরও পড়ুন: আমেরিকা না রাশিয়া! জলের তলার যুদ্ধে কোন দেশের সাবমেরিন বেশি শক্তিশালী?
দক্ষিণ কোরিয়া পরিস্থিতির শিকার হয়ে চিনপন্থী হলে কী কী হতে পারে? আমেরিকা চায় দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া মিলে চিনকে ঘিরে ফেলুক। কিন্তু সিওল যদি বেজিং–এর কাছে যায়, মার্কিন কৌশল দুর্বল হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান নিয়ে আমেরিকা অস্থির। এর মধ্যে দক্ষিণ কোরিয়া চিনমুখী হলে সেটাও ট্রাম্পের অস্বস্তি বাড়াবে। আমেরিকা বিশ্ব সাপ্লাই চেইন চিন থেকে সরাতে চায়। কিন্তু দক্ষিণ কোরিয়া যদি ভারসাম্য বজায় রাখে, মার্কিন প্রচেষ্টা দুর্বল হবে।
দক্ষিণ কোরিয়া চিনের পাশে গেলে ভারতের জন্য কেমন হবে? ভারত ও আমেরিকার মিত্র হলেও চিনের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। দক্ষিণ কোরিয়া–চিন ঘনিষ্ঠতা নতুন চ্যালেঞ্জ আনবে। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রযুক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্যে সহযোগী। সিওল যদি চিনের দিকে ঝুঁকে, ভারতকেও প্রতিযোগিতা ও সহযোগিতায় ভারসাম্য রাখতে হবে। তবে দক্ষিণ কোরিয়া চিনের দিকে গেলে নিরাপত্তা জটিল হবে। ভারত–দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা চুক্তি বাড়াচ্ছে। তবে সিওল–বেইজিং ঘনিষ্ঠ হলে ভারতকে আরও সতর্ক থাকতে হবে।
ট্রাম্প জানিয়ে দিয়েছেন আমেরিকা শুধু নিজের স্বার্থকেই গুরুত্ব দেবে। কিন্তু এর উল্টো প্রভাব হচ্ছে—জাপান, ইউরোপ ও দক্ষিণ কোরিয়া একে একে দূরে সরে যাচ্ছে। ভারত আগেই ঘোষণা করেছে, সে কোনো “ক্যাম্প পলিটিক্স”-এর অংশ হবে না।
দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ মার্কিন কূটনীতিতে দ্বিগুণ আঘাত। একদিকে চিনকে ব্যালান্স করার প্রচেষ্টা দুর্বল হচ্ছে, অন্যদিকে ভারতসহ এশিয়ার দেশগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। তাই একটা বিষয় এখন কার্যত স্পষ্ট, আমেরিকা যতই চাপ দিক, এশিয়ার দেশগুলো নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতিতেই চলবে। ভারতের মতো দক্ষিণ কোরিয়াও নিজের লাভের পথ বেছে নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি ছিটকে যাওয়া বন্ধুদের ফের একত্রিত করতে পারবে, নাকি চিন–রাশিয়া জুটি আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে?