ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স সূত্রে খবর, ২০০-র বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলের উপর হামলার ঘটনায় প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এক্স-এ (অতীতে যা ট্যুইটার নামে পরিচিত) পোস্ট করা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক (MEA) বলেছে, “ইজরায়েল এবং ইরানের মধ্যে বৈরিতা বৃদ্ধিতে আমরা গুরুতর উদ্বিগ্ন, যা সেই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমরা দ্রুত এই পরিস্থিতির ডি-এস্কেলেশন চাইছি।’ সংযম রেখে সহিংসতার পথ থেকে সরে এসে কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: আশঙ্কা সত্যি হল ! ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু ইরানের
আরও পড়ুন: সিডনিতে শপিং মলে আচমকা হামলা দুষ্কৃতীর! ছুরির আঘাতে মৃত ছ’জন, হঠাৎ আতঙ্ক
ইরান তার দামেস্ক কনস্যুলার অ্যানেক্সে ১ এপ্রিলের মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলকে আক্রমণ করার হুমকি দিয়েছিল। ওয়াশিংটনও সম্প্রতি বারবার সতর্ক করেছিল যে, প্রতিশোধ আসন্ন। ইজরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, “ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি।”
রিয়ার অ্যাডমিরাল হ্যাগারি জানান, ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমেরিকা এবং বাকি মিত্র দেশের থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।