Sydney Shopping Centre Attack: সিডনিতে শপিং মলে আচমকা হামলা দুষ্কৃতীর! ছুরির আঘাতে মৃত ছ’জন, হঠাৎ আতঙ্ক

Last Updated:

Sydney Shopping Centre Attack: অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার পর সরাসরি গুলির আঘাতে মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর৷ পুলিশের তরফ থেকে দুষ্কৃতীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে৷

Westfield Bondi Junction. (Image: @KymAust/X)
Westfield Bondi Junction. (Image: @KymAust/X)
সিডনি: সিডনিতে হঠাৎই দুষ্কৃতীর হামলায় মৃত্যু হল ছ’জনের৷ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷ অস্ট্রেলিয়ার এই শহরের একটি ব্যস্ত বাজারে ছুরি হাতে এই হামলা চায় দুষ্কৃতী৷ অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার পর সরাসরি গুলির আঘাতে মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর৷ পুলিশের তরফ থেকে দুষ্কৃতীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে৷
পুলিশের তরফ থেকে এটিও বলা হয়েছে, এই হামলায় জড়ি ছিল মাত্র একজনই৷ তাঁরই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে৷ কোনও সংগঠন নয়, এই ব্যক্তি এই হামলা চালিয়েছিল৷ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শনিবার, ১৩ এপ্রিল এই নিয়ে ঘোষণাও করা হয়েছে৷
advertisement
সে দেশের এনএসডাব্লু পুলিশ ফোর্সের তরফ থেকে বলা হয়েছে, ‘বোন্ডি জংশন স্টেশনে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ৷ সেই স্টেশনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে৷ সেখান থেকে একাধিক ব্যক্তিকে ছুরিকাহত করার পর পুলিশের হাতে নিহত হয়েছে দুষ্কৃতী৷ ওই এলাকা আপাতত এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সাধারণ মানুষকে৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই বিষয়ে আর বিস্তারিক কিছু জানা যায়নি৷’
advertisement
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ‘কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা নিয়ে ওই হামলাকারী আক্রমণ করেনি৷ বরং সে কাছাকাছি যাদের পেয়েছে, তাদেরই ছুরি দিয়ে হত্যা করতে চেয়েছে৷ ছুরি নিয়ে দৌড়ে বেরিয়েছে এলাকায়৷’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sydney Shopping Centre Attack: সিডনিতে শপিং মলে আচমকা হামলা দুষ্কৃতীর! ছুরির আঘাতে মৃত ছ’জন, হঠাৎ আতঙ্ক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement