Sydney Shopping Centre Attack: সিডনিতে শপিং মলে আচমকা হামলা দুষ্কৃতীর! ছুরির আঘাতে মৃত ছ’জন, হঠাৎ আতঙ্ক

Last Updated:

Sydney Shopping Centre Attack: অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার পর সরাসরি গুলির আঘাতে মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর৷ পুলিশের তরফ থেকে দুষ্কৃতীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে৷

Westfield Bondi Junction. (Image: @KymAust/X)
Westfield Bondi Junction. (Image: @KymAust/X)
সিডনি: সিডনিতে হঠাৎই দুষ্কৃতীর হামলায় মৃত্যু হল ছ’জনের৷ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷ অস্ট্রেলিয়ার এই শহরের একটি ব্যস্ত বাজারে ছুরি হাতে এই হামলা চায় দুষ্কৃতী৷ অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার পর সরাসরি গুলির আঘাতে মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর৷ পুলিশের তরফ থেকে দুষ্কৃতীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে৷
পুলিশের তরফ থেকে এটিও বলা হয়েছে, এই হামলায় জড়ি ছিল মাত্র একজনই৷ তাঁরই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে৷ কোনও সংগঠন নয়, এই ব্যক্তি এই হামলা চালিয়েছিল৷ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শনিবার, ১৩ এপ্রিল এই নিয়ে ঘোষণাও করা হয়েছে৷
advertisement
সে দেশের এনএসডাব্লু পুলিশ ফোর্সের তরফ থেকে বলা হয়েছে, ‘বোন্ডি জংশন স্টেশনে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ৷ সেই স্টেশনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে৷ সেখান থেকে একাধিক ব্যক্তিকে ছুরিকাহত করার পর পুলিশের হাতে নিহত হয়েছে দুষ্কৃতী৷ ওই এলাকা আপাতত এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সাধারণ মানুষকে৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই বিষয়ে আর বিস্তারিক কিছু জানা যায়নি৷’
advertisement
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ‘কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা নিয়ে ওই হামলাকারী আক্রমণ করেনি৷ বরং সে কাছাকাছি যাদের পেয়েছে, তাদেরই ছুরি দিয়ে হত্যা করতে চেয়েছে৷ ছুরি নিয়ে দৌড়ে বেরিয়েছে এলাকায়৷’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sydney Shopping Centre Attack: সিডনিতে শপিং মলে আচমকা হামলা দুষ্কৃতীর! ছুরির আঘাতে মৃত ছ’জন, হঠাৎ আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement