সূত্রের খবর, সোমবার ঢাকায় মহ: তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করলেন বিক্রম মিসরি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির দিকেই নিয়ে যেতে চায় ভারত। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মিসরি জানালেন, ‘‘ এই আলোচনা ভারতকে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি পর্যালোচনা করার সুযোগ দিয়েছে।’’
আরও পড়ুন: সজোরে ধাক্কা, ছিটকে গেল বাইক চালক! মর্মান্তিক দুর্ঘটনায় কলকাতায় মৃত ১, আশঙ্কাজনক ১
advertisement
তিনি জানালেন, ‘‘আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই, যা পারস্পরিকভাবে দুই দেশের উপকারে আসবে। আমি জোর দিয়েছিলাম যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায়। আমরা জনগণকেন্দ্রিক সম্পর্ক চাই, এবং আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা আছে।’’
বিগত বেশ কিছুদিন ভারত-বিরোধী আবহ তৈরি হয়েছে সেদেশে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি নিয়েও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’’