ইরান: শাসকবিরোধী গণবিক্ষোভে কার্যত আগুন জ্বলছে ইরানে৷ খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের৷ গতকাল ইসফাহানের ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (IRIB) দফতরে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারী উন্মত্ত জনতা, যা আয়াতোল্লা খামেনেই নিয়ন্ত্রিত সরকারের কন্ট্রোলের অন্যতম প্রতীক বলে মনে করা হয়৷ অন্যদিকে, দক্ষিণ ইরানে অবস্থিত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসেও বিক্ষোভ দেখিয়েছেন জনতা৷
advertisement
গণবিক্ষোভ নিয়ন্ত্রণ করতে দেশের অধিকাংশ এলাকাতেই ব্ল্যাক আউট ঘোষণা করে দিয়েছে ইরান প্রশাসন৷ পাশাপাশি, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ দেশে ঢুকতে পারছে না কোনও বিদেশি নম্বর থেকে ফোন কল-ও৷ এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক প্রবীণ বিক্ষোভকারী রক্তাক্ত মহিলার ভিডিও৷
সাদা চুল ছোট করে কাটা৷ মুখ ফেটে বেরচ্ছে রক্ত৷ পরনের পোশাকেও লেগে রয়েছে রক্ত৷ তা নিয়েই শ্লোগান দিতে দিতে নিরাপত্তা বাহিনীর দিকে এগোচ্ছেন মহিলা৷ হাতের মুঠি আকাশের দিকে দৃপ্ত ভঙ্গিতে তুলে তুলছেন শ্লোগান৷ বলছেন, ‘‘আমি ভয় পাই না৷ আমি গত ৪৭ বছর ধরে মরে পড়েছিলাম৷’’
ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক ইরানীয়-মার্কিন সাংবাদিক লেখে, ‘‘ইসলামিক রিপাবলিকের অধীনে থাকতে থাকতে ধ্বস্ত এক মহিলার মুখ থেকে বেরিয়ে আসছে এই কথা৷ ৪৭ বছর আগে, এই ইসলামিক রিপাবলিক আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশকে হস্টেজে পরিণত করে৷ এখন আর তাঁদের হারানোর কিছু নেই৷ তাই তাঁরা বলছে৷ গোটা ইরান জাগছে৷’’
ইরানের নির্বাসিত রাজকুমারের ডাকে গত বৃহস্পতিবার রাতে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন ইরানের হাজার হাজার মানুষ৷ গতকাল সারা দেশজুড়ে ১০০০ মানুষকে গ্রেফতার করা হয়৷ ইল্লাম প্রদেশের একটি পৃথক ঘটনায় কমপক্ষে ৬ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে৷
দেশের বেহাল অর্থনৈতিক অবস্থা, কারেন্সির ক্রমাগত অবক্ষয়, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি নানা বিষয়ের বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর থেকে রাস্তায় নেমেছে ইরানের সাধারণ মানুষ৷ এখন তো খোলাখুলিই রাস্তায় নেমে দেশের ইসলামিক রিপাবলিক সরকারের বদলের ডাক দিচ্ছেন ইরানের সাধারণ মানুষ৷
১৯৭৯ সালে ৪৭ বছর আগে ইসলামিক বিপ্লবের জেরে ইরানেপতন হয় পশ্চিমপন্থী শাহ মোহাম্মদ রেজা পহলভির সরকারের৷ প্রতিষ্ঠিত হয় সুপ্রিম নেতা
আয়াতোল্লা রুহোল্লাহ খামেনেইয়ের নেতৃত্বাধী ইসলামিক থিওক্র্যাসি৷ বর্তমানে ইরানের সুপ্রিম নেতা ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা আয়াতোল্লা রুহোল্লাহ খামেইনির নাতি সইদ আলি হেসেইনি খামেনেই৷
