ষষ্ঠ শ্রেণির ছাত্রর সেই ভয়ানক দিনটির কথা আজও মনে আছে। সে পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, তাঁর মা, মানে ব্রিটানি রুলেয়ু সেদিন স্নান করে বেরিয়ে এসে তাঁকে প্রথমে হস্তমৈথুন করা নিয়ে জিজ্ঞাসা করে। তারপর জামা খুলতে শুরু করে। ছেলেকে নগ্ন করিয়ে বলে স্নান করে পরিষ্কার হয়ে আসতে। তারপর বিছানায় বেঁধে ছেলেকে ধর্ষণ করে বলে অভিযোগ। ছেলে বলেছে, সে একাধিকবার বিষয়টা থেকে বিরয়ে আসার চেষ্টা করলেও পারেনি। বরং সব মিটে যাওয়ার পর মা হুমকি দিয়ে বলেছে যে এসব কথা বাইরে কাউকে বললে সে ফেঁসে যাবে, কারণ সে নাকি পুরো বিষয়টি গ্রহণ করেছে। কাউকে না বলতে তারপর নির্দেশও দিয়েছে মা। ঘটনার দু’বছর পর ওই ছেলেটি গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে। তারপর কয়েকজনের সাহায্যে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
পুলিশের জেরার সামনে প্রাথমিকভাবে গোটা ঘটনার কথা অস্বীকার করলেও পরে ওই মহিলা জানিয়েছেন, তিনি কীভাবে জোর করে ছেলের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। আপাতত ১০ হাজার ইউরোরে বন্ডে ওই মহিলাকে জামিন দিয়েছে আদালত।