কখনও খেলনা নিয়ে, কখনও বা চকোলেট নিয়ে, কখনও বিনা কারণেই ঝগড়া হয়ে থাকে ভাইবোনদের মধ্যে ৷ কিন্তু জন্মের আগেই কী নিয়ে ঝগড়া বাঁধলো তাদের ? ভিডিও-তে দেখা যাচ্ছে, রীতিমতো মারপিট করছে যমজ সন্তানরা ৷ ঘটনাটি ঘটেছে চিনের ইয়ানচুন এলাকায় ৷
নিয়মমাফিক চেকআপের জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই মহিলা ৷ তিনি এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা ৷ চেম্বারে চিকিৎসক তাঁর আল্ট্রাসাউন্ড করেন ৷ সেখানেই দেখা যায়, মায়ের গর্ভে দিব্যি মারপিট শুরু করে দিয়েছে তাঁর যমজ সন্তানরা ৷ পুরো ঘটনাটাই মোবাইলে রেকর্ড করে রাখেন ওই মহিলার স্বামী ৷
advertisement
ভিডিওটি গত বছরের ৷ সদ্যই যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা ৷ তাদের নাম রাখা হয়েছে চেরি আর স্ট্রবেরি ৷ সন্তান জন্মের পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদের বাবা ৷ সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ৷ ইতিমধ্যেই ১ মিলিয়ন শেয়ার, ২.৫ মিলিয়ন ভিউ, হাজার হাজার কমেন্ট পড়তে থাকে ইনবক্সে ৷