ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত বাড়তে থাকা উৎকণ্ঠার মাঝেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দলীয় সূত্র News18 -কে জানিয়েছে, আদিয়ালার জেলে ইমরানকে বেধড়ক মারধর করা হয়েছে এবং হাই ইনটেনসিটি কনফাইনমেন্টে রাখা হয়েছে৷ গত কয়েক সপ্তাহ ধরে ইমরানের সঙ্গে তাঁর পরিবারের লোক, আইনজীবী কারওকেই যোগাযোগ করতে দেওয়া হয়নি৷
advertisement
CNN-News18 ফোন মারফত দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইমরানের বোন আলিমা খানুম জানিয়েছেন, ‘‘কেন ওরা আমাদের দেখা করতে দিচ্ছে না? কারা এই পরিস্থিতি তৈরি করেছে? ওঁকে ওঁর পরিবার আর আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়াই তো সবচেয়ে সহজ হতো৷’’
পাশাপাশি, আলিমা এ-ও জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন না ইমরানের একটা চুলেও হাত দেওয়ার সাহস পাক প্রশাসনের কারও রয়েছে৷ তিনি বলেছেন, ‘‘ওদের ওতো সাহস নেই৷ মানুষ ওদের ছেড়ে দেবে না- দেশ থেকে বেরনোর জন্য বিমানেও উঠতে পারবে না৷’’
ইমরানের শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই৷ জেলের অন্দর সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে৷ সূত্রের খবর, ক্রমাগত চাপ, অত্যাচার এবং দেখা করতে না দেওয়াই এর পিছনে কারণ বলে দাবি তাদের৷
এর আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হতো৷ কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হতো বলে জানা গিয়েছে৷ এরমধ্যে ইমরান খানের বোনেরা তাঁদের দাদার সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে৷
