তিনি ট্যুইট করে জানিয়েছেন, "The news we dread… Thank God he’s okay. And thank you from his sons to the heroic man in the crowd who tackled the gunman," অর্থাৎ আমরা খবরটিতে ভয় পেয়ে গিয়েছিলাম, ভগবানের আশীর্বাদ উনি ঠিক আছেন৷ আমার সন্তানদের পক্ষ থেকে সেই ব্যক্তিকে ধন্যবাদ যে গুলি চালককে ধরেছে৷
advertisement
গোল্ডস্মিথ ব্রিটিশ স্ক্রিনরাইটার, টেলিভিশন, ফিল্ম এবং ডকুমেন্টারি প্রডিউসার৷ যিনি ইমরান খানের প্রথম স্ত্রী৷ ইমরান ও জেমাইমার বিয়ে হয়েছিল ১৯৯৫ তে৷ কিন্তু ২০০৪ এ তাঁদের ডিভোর্স হয়ে যায়৷ তাঁদের দুই ছেলে সুলাইমান ইশা (১৯৯৬ সাল), কাশিম (১৯৯৯)৷
ইমরান খানকে বৃহস্পতিবার উজিরাবাদের একটি রিয়েল ফ্রিডম নামের মিছিলে গুলিবিদ্ধ হন৷ শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে এই মিছিল ছিল৷ লাহোর থেকে ইসলামাবাদের লম্বা এই রাজনৈতিক কার্যক্রম চলছে পাকিস্তানে৷ নভেম্বরের ৪ তারিখ এই মিছিল ইসলামাবাদে পৌঁছনোর কথা ছিল৷
ইমরান খান লাহোরের শওকত খানুম হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন৷