TRENDING:

Imran Khan praises India: 'ভারত কোনও শক্তিধর দেশের কথায় চলে না!' আস্থা ভোটের আগে প্রশংসা ইমরানের মুখে

Last Updated:

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে ইমরান খান অভিযোগ করে চলেছেন, বিদেশী কোনও শক্তির ষড়যন্ত্রের কারণেই পতনের মুখে এসে দাঁড়িয়েছে তাঁর সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিপাকে ইমরান খান৷
বিপাকে ইমরান খান৷
advertisement

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে ইমরান খান অভিযোগ করে চলেছেন, বিদেশী কোনও শক্তির ষড়যন্ত্রের কারণেই পতনের মুখে এসে দাঁড়িয়েছে তাঁর সরকার৷ শুক্রবার ইমরান বলেন, 'পাকিস্তানের যুবসমাজই দেশের ভবিষ্যৎ৷ কিন্তু তারাই যদি দেখে যে দেশের নেতারা নিজেদের অন্তরাত্মাকে বিসর্জন দিচ্ছেন, তাহলে তাঁদের সামনে আমরা কী নজির রেখে যাচ্ছি?' ইমরানের অভিযোগ, ঘোড়া কেনাবেচার মতোই দেশের বিধায়ক, সাংসদরা বিক্রি হচ্ছেন৷ সংবাদমাধ্যমের িবরুদ্ধেও তোপ দেগেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: এক লিটার দুধের দাম ২০০০ টাকা! এক চাপ চা ১০০ টাকা! পাশের দেশে মানুষ খাবে কী!

ইমরানের দাবি, 'আমরা জানতে পারি যে মার্কিন কূটনীতিকরা আমাদের দেশের কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছেন৷ এর পরেই গোটা পরিকল্পনার কথা জানতে পারি আমরা৷ দেশবাসীকে বলছি, আপনারাই ঠিক করুম আপনারা কী চান? আপনারা কি চান যে আমরা বিদেশি শক্তির দাস হয়ে থাকি?'

advertisement

আরও পড়ুন: আবার কখন জেগে উঠবেন...রুশ হানায় নিহত মালিকের পাশে অপেক্ষায় বসে পোষ্য সারমেয়

আস্থা ভোটের আগে আমজনতার সহানুভূতিই এখন ইমরানের শেষ ভরসা৷ তিনি বলেন, 'আপনাদের দেশের সার্বভৌমত্ব এখন আপনাদের হাতেই৷ আপনাদেরই তা রক্ষা করতে হবে৷ যদি আপনারা দৃঢ় অবস্থান না নেন, ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন, সবসময় তাদেরকে বিশ্বের শক্তিধর দেশগুলিকে সন্তুষ্ট করে চলতে হবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এই প্রসঙ্গেই ইমরান বলেন, 'ভারত নিজেদের নিয়ে খুবই গর্ববোধ করে৷ কোনও শক্তিধর দেশই নিজেদের শর্তে ভারতে চালনা করতে পারে না৷ মনে রাখতে হবে আমাদেরও টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলা যায় না৷ বাইরে বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন, নিজেদের স্বাধীনতাকে রক্ষা করুন৷ এই নাটকের প্রতিবাদ করুন৷'

বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan praises India: 'ভারত কোনও শক্তিধর দেশের কথায় চলে না!' আস্থা ভোটের আগে প্রশংসা ইমরানের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল