শুধু তাই নয়, পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইমরান খানের (Imran Khan) পরামর্শে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে এই পরিস্থিতিতে বসে নেই বিরোধীরা (Imran Khan | Pakistan Politics Update)। পাক সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাঁরা। এই বিষয়ে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত নোটিস জারি করেছে সেদেশের শীর্ষ আদালত।
advertisement
অনাস্থা প্রস্তাব বাতিল হতেই পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ক্ষোভ উগরে দিয়ে ট্যুইটার পোস্টে জানিয়ে দেন, ”“ইমরান খান পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করেছেন। আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অনুরোধ করছি গোটা বিষয়টি দেখতে এবং স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করতে।”
প্রসঙ্গত, রবিবার ইমরানের (Imran Khan) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এই অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহির্ভূত বলেই জানান তিনি। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, তিনি রাষ্ট্রপতি আলভিকে সংসদ (Imran Khan | Pakistan Politics Update) ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে গেল পাকিস্তানের সংসদ। পরিস্থিতি যা, দ্রুত নির্বাচনের পথে এগোচ্ছে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই বিরোধীরা এই নাটকীয় পট পরিবর্তনকে মানতে পারছেন না।
আরও পড়ুন : ফের লাফিয়ে বাড়ছে করোনা! চিনে নয়া রেকর্ড সংক্রমণে, ভয় বাড়াচ্ছে ব্রিটেনও
এদিন দিনের শুরুতে অবশ্য ইমরান (Imran Khan) খানের গদিছাড়া হওয়া একরকম নিশ্চিত করেই সংসদে প্রবেশ করেন বিরোধী সাংসদেরা। কিন্তু ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব (Imran Khan | Pakistan Politics Update) খারিজ করে দেওয়ার পরে তাঁরা সংসদেই প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। তাঁরা অভিযোগ তুলতে থাকেন, ইমরান দেশকে এক সাংবিধানিক সঙ্কটে ফেলে দিয়েছেন।