কেরলের বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তিনি তাঁর দেশের পক্ষ থেকে বন্যায় দুর্গত মানুষের জন্য প্রার্থনা করেছেন ৷ সবাই যেন সুস্থ ও স্বাভাবিক থাকে সেই প্রার্থনাই করেছেন সঙ্গে যে কোনও মানবিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ সওয়াল করেছেন মানবিকতার পক্ষেই ৷
advertisement
এর উত্তরে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে প্রতিবেশী রাষ্ট্রের এ হেন মানবিকতায় পরিপূর্ণ ব্যবহার কিছুটা হলেও দু'দেশের সাধারণ মানুষকে কিছুটা হলেও শান্তি দেবে ৷ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির সেতু হয়ত একদিন নির্মাণ করা হবে ৷ সেই আশাতেই বুক বাঁধছে আগামী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2018 8:43 PM IST