TRENDING:

IBM Employee: ১৫ বছর ধরে ‘সিক লিভ’-এ থেকেও পান ৫৫ লক্ষ টাকা! তবুও বেতন না বাড়ানোর অভিযোগে আইবিএম-এর বিরুদ্ধে আদালতে কর্মী

Last Updated:

IBM Employee: ৬৫ বছর বয়স পর্যন্ত তিনি এই বেতন পাবেন। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট নন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তিনি দীর্ঘ দিনের কর্মী। কিন্তু ২০০৮ সাল থেকে তিনি অসুস্থ। ফলে গত ১৫ বছর ধরে চলছে তাঁর ‘সিক লিভ’ বা অসুস্থতাজনিত ছুটি। কিন্তু এই সময়ে তাঁর বেতন বাড়েনি-সেই অভিযোগে আইবিএম-এর বিরুদ্ধে আদালতের শরণাপন্ন তথ্যপ্রযুক্তি কর্মী ইয়ান ক্লিফোর্ড। সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল বলছে গত ২০১২ সাল থেকে তিনি ‘মেডিক্যালি রিটায়ার্ড’। কিন্তু তাঁর অভিযোগ তিনি বঞ্চনার শিকার।
তাতেও তিনি সন্তুষ্ট নন
তাতেও তিনি সন্তুষ্ট নন
advertisement

আইবিএম সংস্থার স্বাস্থ্য পরিকল্পনা অনুযায়ী তিনি বছরে ৫৪ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৫৫ লক্ষ ৩০ হাজার ৫৫৬ টাকা পান। ৬৫ বছর বয়স পর্যন্ত তিনি এই বেতন পাবেন। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট নন।

ইয়ানের অভিযোগ, এই হেল্থ প্যাকেজ যথেষ্ট নয়। তাছাড়া যত দিন যাবে, মুদ্রাস্ফীতির জেরে ওই অর্থও কম মনে হবে। তাই বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে তিনি আইবিএম-কে নিয়ে গিযেছিলেন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে। ইয়ানের কথায়, এই স্বাস্থ্য পরিকল্পনার লক্ষ্য হল যে কর্মীরা কাজ করতে সক্ষম নন, তাঁদের নিরাপত্তা দেওয়া। কিন্তু যদি বরাবরের জন্য অর্থপ্রাপ্তি আটকে যায়, তাহলে এর দরকার কী?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কিন্তু এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিরাশ হতে হয় ইয়ানকে। বিচারক এই মর্মে রায় দেন, ইয়ানকে যথেষ্ট সুবিধা দেওয়া হয়েছে। এবং তাঁর অসুবিধেজনক পরিস্থিতি সহমর্মিতার সঙ্গে বিবেচনাও করা হয়েছে বলেই ট্রাইব্যুনালের মত। গত ২০১৩ সালের এপ্রিল থেকে একই হারে বেতন পাচ্ছেন ইয়ান। কিন্তু আপাতত তাঁর বেতনবৃদ্ধির ক্ষেত্রে কোনও আশার আলো দেখা যাচ্ছে না।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
IBM Employee: ১৫ বছর ধরে ‘সিক লিভ’-এ থেকেও পান ৫৫ লক্ষ টাকা! তবুও বেতন না বাড়ানোর অভিযোগে আইবিএম-এর বিরুদ্ধে আদালতে কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল