TRENDING:

Rolls-Royce: ছুরির আঘাতে জার্মানিতে নিজের বিলাসবহুল প্রাসাদে মৃত রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন

Last Updated:

Former Head Designer At Rolls-Royce Stabbed To Death Inside His $3 Million Mansion In Germany: বিখ্যাত ভিনটেজ কার বিশেষজ্ঞ ইয়ান ক্যামেরন ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রোলস-রয়েস গাড়ির ডিজাইনের মূখ্যভূমিকায় ছিলেন তিনি৷ আগেও তাঁর বাড়িতে বারবার ডাকাতির চেষ্টা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্লিন: বিলাসবহুল গাড়ি রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন জার্মানির হারসিং শহরের আমেরসি লেকের কাছে নিজস্ব ৩ মিলিয়ন ম্যানশনে ছুরিকাঘাতে নিহত হন।
ছুরির আঘাতে মারা গেল রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার (Image: X/@DriveGreen80167)
ছুরির আঘাতে মারা গেল রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার (Image: X/@DriveGreen80167)
advertisement

তাঁর স্ত্রী ভেরেনা ক্লুসের আক্রমণ হয়৷ কোনওভাবে দেওয়াল বেয়ে প্রতিবেশীর বাড়িতে পালাতে সক্ষম হয়েছিলেন৷ সেখান থেকেই তিনি পুলিশকে ফোন করেছিলেন৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধে বেলায়৷

আরও পড়ুন: ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনা, বাইডেনের নির্দেশে গঠিত হল নিরপেক্ষ তদন্ত কমিশন

বিখ্যাত ভিনটেজ কার বিশেষজ্ঞ ইয়ান ক্যামেরন ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রোলস-রয়েস গাড়ির ডিজাইনের মূখ্যভূমিকায় ছিলেন তিনি৷ আগেও তাঁর বাড়িতে বারবার ডাকাতির চেষ্টা হয়েছে৷ পুলিশের প্রাথমিক সন্দেহ, মূলত তাঁর গ্যারেজে থাকা মূল্যবান গাড়ির চুরি করার উদ্দেশ্যেই এই আক্রমণ হয়েছে৷

advertisement

আরও পড়ুন:ডোলাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনায় এবার মার্কিন যুক্তরারাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধানের ইস্তফা চাইলেন এলন মাস্ক

জার্মান সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে ঘটনাটি ঘটানোর আগে সিসিটিভির সমস্ত তারগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া করে দেওয়া হয়েছিল৷ পুলিশের প্রাথমিক তদন্তের পর বলেছেন, “একটা ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছে৷ সিসিটিভির তারগুলো কাটা হয়েছে৷ এর থেকে বোঝা যাচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত৷ তবে কোনও চোর বা ডাকাত পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করেছে, এমন ঘটনা খুবই বিরল৷”

advertisement

কিছু প্রত্যক্ষদর্শী ব্যক্তির বিবরণ অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিটির উচ্চতা ১৮০ থেকে ১৯০ সেন্টিমিটার। হালকা রঙের প্যান্ট আর গাঢ় নীল রঙের সোয়েটশার্ট পরেছিলেন৷ হাতে হলদে সবুদ রঙের গ্লাফস ছিল৷ একটা লাল ব্যাকপ্যাক কাঁধে করে ঘটনাস্থল থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়।

বিএমডব্লিউ (BMW)র ডিজাইনার এই ঘটনায় দুখপ্রকাশ করেন৷ বিএমডব্লিউ ইউরোপের একটা সংবাদমাধ্যমে একটি বিবৃতি জারি করে বলেছে: “আমাদের প্রাক্তন রোলস-রয়েস ডিজাইনারের মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা সকলেই গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সহমর্মিতা রইল” বিলাসবহুল অটোমোবাইল প্রস্তুতকারক বলেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রোলস-রয়েসের সিইও ক্রিস ব্রাউনরিজও এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Rolls-Royce: ছুরির আঘাতে জার্মানিতে নিজের বিলাসবহুল প্রাসাদে মৃত রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল