TRENDING:

‘সন্তান জন্মানোর ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ স্বামীর, মনে হচ্ছিল আমি একটা মাংসপিণ্ড’, মারাত্মক অভিজ্ঞতা এই মহিলার

Last Updated:

স্বামী একাধিকবার মারধর করে, ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আত্মহত্যার হুমকিও দেয়৷ ক্রমে সেসব অভ্যাস হয়ে গিয়েছিল ওই মহিলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‎লন্ডন: ‘সন্তান জন্মানোর ২৪ ঘণ্টার মধ্যে আমাকে ধর্ষণ করেছিল স্বামী৷ আমার পেটে সেলাই ছিল৷ কিন্তু ও আমাকে ছেড়ে দেয়নি৷ বরং দিনের পর দিন আমার ওপর অত্যাচার করে গিয়েছে৷ আমি হাত জোড় করে, মুক্তি চেয়েছি, তবু মুক্তি পাইনি৷ আমার নিজেকে মূল্যহীন মনে হচ্ছিল, মনে হচ্ছিল আমি ওর কাছে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছু না৷’ ১২ বছরের বৈবাহিক জীবন থেকে বেরিয়ে আসার পর ইংল্যান্ডের এক মহিলা শোনালেন এই ভয়ানক অভিজ্ঞতার কথা ৷
advertisement

এমনভাবে সেদিন নিজের স্বামী তাঁকে ধর্ষণ করবেন? এমন নারকীয় অভিজ্ঞতা হবে, আন্দাজ ছিল না তাঁর৷ মাত্র ১৮ বছর বয়সে বিয়ে৷ স্বামীর বয়স তখন ৩২৷ আক্রান্ত মহিলা ভেবেছিলেন, ৩০ বছর বয়সে গিয়ে জীবনে থিতু হবেন৷ কিন্তু আগেই প্রেমে পড়ে বিয়ে করে নেন৷ নতুন বাড়ি, স্বামীর সন্তনা আছে একটি, আগের পক্ষের৷ সংসার শুরু হয়৷ প্রথমটায় স্বামীর এমন ব্যবহারের উদাহরণ খুব একটা পাননি তিনি৷

advertisement

পরে ধীরে ধীরে সব বুঝতে পারেন৷ স্বামী একাধিকবার মারধর করে, ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আত্মহত্যার হুমকিও দেয়৷ ক্রমে সেসব অভ্যাস হয়ে গিয়েছিল ওই মহিলার৷

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

কিন্তু পরে সন্তান সম্ভবা হয়ে পড়েন তিনি৷ তারপর জন্ম দেন একটি শিশুর৷ সেই শিশুর বয়স এখন সাত৷ কিন্তু সাত বছর আগের সেই দিনটির কথা ভাবলেই শিউরে উঠছেন তিনি৷ চোখে জল এলেও বলছেন, ‘অপরাধীকে শাস্তি দিতে আমাকে এই সমস্ত কথা প্রকাশ্যে বলতেই হত৷ এতদিন বাদে এসে তাই আমি বললাম৷ সেদিন আমার শরীরে একাধিক সেলাই৷ সবে সন্তানের জন্ম হয়েছে৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বাড়ি আসি৷ আর সেখানেই আমাকে ধর্ষণ করে স্বামী৷ মরণাপন্ন হয়ে আমি থামতে বলি, তাও মুক্তি পাইনি৷ ভয় করেছিল, সেলাই যে নষ্ট হয়ছে, তা চিকিৎসকের কাছে বলব কী করে? আমি তো এই ভয়নাক ঘটনার কথা বলতেই পারব না৷ শেষে বাধ্য হই মুখ খুলতে৷ না হলে আমার জীবন শেষ হয়ে যেত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘সন্তান জন্মানোর ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ স্বামীর, মনে হচ্ছিল আমি একটা মাংসপিণ্ড’, মারাত্মক অভিজ্ঞতা এই মহিলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল