TRENDING:

প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না আমার থেকে টাকা নিতে? ট্যুইটারে প্রশ্ন মালিয়ার

Last Updated:

প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা ট্যুইটারে কান্নাকাটি করছেন, আমি তো ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মোদিজি ১৩ হাজার কোটি টাকা ফিরিয়ে নিলেন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ভারতে ফেরার দিন যতই এগিয়ে আসছে চিন্তা বাড়ছে বিজয় মালিয়ার৷ যার নির্যাস, লন্ডন থেকে ফের বার্তা দিলেন একদা 'কিং অফ গুড টাইমস'৷ এ বার মালিয়ার বক্তব্য, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না, আমার থেকে টাকা নিতে?' বৃহস্পতিবার সকালে মালিয়া আত্মপক্ষ সমর্থনে পরপর ৪টি ট্যুইট করেছেন৷
advertisement

কয়েক দিন আগে লোকসভায় মালিয়ার নাম না-করে আক্রমণ করেন মোদি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা ট্যুইটারে কান্নাকাটি করছেন, আমি তো ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মোদিজি ১৩ হাজার কোটি টাকা ফিরিয়ে নিলেন৷'

এরপরই মোদিকে ট্যুইটারে উত্তর দেন বিজয় মালিয়া৷ তিনি লেখেন, 'প্রধানমন্ত্রীর ভাষণের খবর পেলাম৷ উনি নাম না-করে বলেছেন, এক ব্যক্তি ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন৷ জানি, উনি আমায় উদ্দেশ্য করেই বলেছেন৷ আমি ভালোবাসার সঙ্গে প্রধানমন্ত্রীকে বলছি, উনি কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না, আমার থেকে টাকা নিতে৷ কমপক্ষে এতে পাবলিক ফান্ডের রিকভারি হবে৷ আমি কর্নাটক হাইকোর্টে সেটলমেন্টের অফার আগেই দিয়েছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্রিটেনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণে কোনও বাধা নেই৷ মালিয়া ২০১৬-র ২ মার্চ ভারত ছেড়ে চলে গিয়েছিলেন বিজয় মালিয়া৷ তিনি ৯ হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ ছেড়েছিলেন৷ চলতি বছরের জানুয়ারিতে BJP -র র‍্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন , 'যাঁরা চিট করেছিলেন বা লুঠ করেছিলেন তাঁদের সকলকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হবে৷ এটা ভাবা হবে না তিনি ভারতে আছেন না বিদেশে আছেন৷'

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না আমার থেকে টাকা নিতে? ট্যুইটারে প্রশ্ন মালিয়ার