TRENDING:

‘‌যদি বলি আমিরশাহিতে হি‌ন্দুদের ঢুকতে দেওয়া হবে না, কেমন লাগবে?‌’ ‌ক্ষুব্ধ রানি হেন্দ আল কাসিমি

Last Updated:

তিনি একথা মনে করেন যে কয়েকজনের কথা সমগ্র ভারতের মতামত নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়া দিল্লি:‌ ক’‌দিন ধরেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টে ইসলাম বিরোধী মন্তব্যের ঝড় বইছে। এবার সেই নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিলেন সংযুক্ত আরব আমিরশাহির রানি হেন্দ আল কাসিমি। News 18–কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বললেন, ভারত আর সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ক দীর্ঘদিনের। এমন মন্তব্য এর আগে তিনি কখনই শোননেনি। ভারতীয়দের ইতিহাসের সঙ্গে এই অভ্যাস কখনই মেলে না। তিনি একথা মনে করেন যে কয়েকজনের কথা সমগ্র ভারতের মতামত নয়, কিন্তু পাশাপাশি তিনি এই বুঝিয়ে দিয়েছেন যে এই অংশের ভারতীয়রা কী চান?‌ সংযুক্ত আরব আমিরশাহিতে কে আসবেন, যে যাবেন, সেটা পছন্দ করে নিতে?‌
advertisement

‘‌শুধু মুসলিম আর খ্রিস্টানদের এখানে আসার অনুমতি দেওয়া হবে?‌ কিন্তু আমরা তো এভাবে বড় হইনি। আমাদের তাঁরা সকলেই ভারতীয়। তাঁদের মধ্যে কোনও বিভাজন আমরা করি না, যেমন শুধু মুসলিমদের সঙ্গে কাজ করব, এমন ভাবনাও আমাদের নেই’, মন্তব্য করেছেন তিনি।‌

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সংযুক্ত আরব আমিরশাহিতে প্রায় ৩৫ লক্ষ ভারতীয় কাজ করে থাকেন। দূতাবাসের দেওয়া তথ্য অনুসারে, মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। তিনি বলেছেন ‘‌ভারতীয়দের কেমন লাগবে, যদি আমাদের দেশ বলে যে আমিরশাহিতে হিন্দুদের ঢুকতে দেওয়া হবে না?‌ এই দেশ থেকে বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার উপার্জন করে নিয়ে যান ভারতীয়রা। যদি সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে বুঝতে পারছেন?‌ এই দেশে ভারতীয়রা কঠোর পরিশ্রম করেন। আমার মনে হয়, তাঁদের ভুল ভাবমূর্তি তুলে ধরে যাঁরা, তাঁদের সঙ্গে এঁদের এক সারিতে রাখা যায়।’‌

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘‌যদি বলি আমিরশাহিতে হি‌ন্দুদের ঢুকতে দেওয়া হবে না, কেমন লাগবে?‌’ ‌ক্ষুব্ধ রানি হেন্দ আল কাসিমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল