বাংলাদেশের পদ্মা সেতু থেকে কী ভাবে, কত টাকা উপার্জন করতে পারবে সে দেশের সরকার। তিনি বলেছেন, ৩৫ বছরে মোট ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে এই টাকা শোধ করা হবে। তাতেই মোট ঋণ শোধ হবে। সেই হিসাবে শোধ করার সময়সীমা দাঁড়াবে ২০৫৭ সাল।
আরও পড়ুন: রণবীরের বিয়ে-সন্তান নিয়ে কী মন্তব্য করেছিলেন ঋষি কাপুর? পুরনো ভিডিও ভাইরাল
advertisement
উদ্বোধনের পর রবিবার সকাল ছ’টা থেকে পদ্মাসেতু খুলে দেওযা হয় সাধারণের জন্য। সোমবার সকাল ছ’টা পর্যন্ত সেই সেতু দিয়ে মোট ৫১ হাজার ৩১৬টি গাড়ি সেখান দিয়ে চলাচল করেছে। এই সময় পর্যন্ত ওই সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন: হঠাৎ পেটে ব্যথা নিয়ে বাথরুমে গেল ছাত্রী, বেরিয়ে এল সন্তান নিয়ে! তুমুল শোরগোল
বাংলাদেশের এই পদ্মাসেতু নিয়ে উন্মাদনা চরমে রয়েছে। বিভিন্ন মহল থেকে পদ্মা সেতু নিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। বাংলাদেশের সব মহলের সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ, সকলেই পদ্মাসেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ যেন বাংলাদেশবাসীর স্বপ্ন পূরণ হল। দীর্ঘ দিনের সেই স্বপ্ন পূরণের মুহূর্তে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে ভারতও।