প্রসঙ্গত, আমেরিকার কাছ থেকে এফ-১৬ কিনেছিল পাকিস্তান। পরিসংখ্যান বলছে ৭৫-৭৬টি এফ-১৬ যুদ্ধ বিমান ইসলামাবাদের কাছে থাকার কথা। গত ৭ মে থেকে ১০ মে ভারতের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।
পাকিস্তান এফ- ১৬ কখন কী ভাবে ব্যবহৃত হচ্ছে, সেগুলি কী অবস্থায় আছে সে দিকে সবসময় নজর রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ দল। টেকনিক্যাল সাপোর্ট টিম বা (টিএসটি)-এর কাছে পাকিস্তানে কতগুলি এফ-১৬ রয়েছে তা বিস্তারিত তথ্য তাঁদের কাছে থাকার কথা।
advertisement
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নে, দুই মার্কিন আধিকারিক বলেন, “আমাদের দুই মার্কিন আধিকারিক পাকিস্তানের এফ-১৬-এর বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। দেখলাম কোনও যুদ্ধবিমানই নিখোঁজ হয়নি।”
গত শনিবার মে মাসের পর ভারতের এয়ার চিফ মার্শাল বলেন, “শাহবাজ জেকোবাবাদ এয়ারফিল্ড ভারত আক্রমণ করেছিল। ওখানে এফ-১৬-এর হ্যাঙ্গার ছিল। ওদের অর্ধেকের উপর যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। আর আমি নিশ্চিত আরও অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।”