অ্যান্টন এবং নিনা বোগদানোভ গিয়েছিলেন সাইবেরিয়ার কামচাটকা অঞ্চলের একটি জঙ্গলে ৷ কিছুটা দূর যেতেই তাঁদের গাড়ির টায়ার ফেঁসে যায় একটি গর্তে ৷ ব্যস, ওখান থেকেই শুরু হয় তাঁদের দুর্ভোগ ৷ কারণ জঙ্গলের ভিতর না ছিল মোবাইল নেটওয়ার্ক, না কোনও গাড়ি বা মানুষের দেখা ৷ কিছুটা দূরে Banniye Springs-এর ট্যুরিস্ট বেসে যাওয়াটাই তখন তাঁরা ঠিক মনে করেন ৷ সেখানে পর্যটকদের দেখা মেলার সম্ভাবনা ছিল ৷ কিন্তু হঠাৎই তাঁদের তাড়া করে একটি জংলি ভাল্লুক ৷ অনেক দৌড়েও ভাল্লুকের সঙ্গে পেরে উঠছিলেন না অ্যান্টনরা ৷ ভাল্লুক তাঁদের প্রায় শিকার করেই নিয়েছিল, সেইসময় একটি গাছের উপর কোনওমতে চড়ে বসেন দম্পতি ৷ কিন্তু ভাল্লুকও তাদের ছেড়ে কোথাও যায়নি ৷ শিকারের অপেক্ষায় গাছের তলাতেই ঠায় বসে থাকে সেটি ৷ কখনও জলের বোতল, কখনও পাথর ছুড়ে ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি ৷ প্রায় দু’দিন ধরে বসে থাকার পর গাছ থেকে নেমে পালানোর চেষ্টা করেন অ্যান্টন ও নিনা ৷ কিন্তু তখনই ফের চলে আসে ভাল্লুকটি ৷ কিছুতেই যেন তাদের পিছু ছাড়ছিল না সেটি ৷ এরপর আরও একটি গাছেরই আশ্রয় নিতে হয় দম্পতিকে ৷ টানা আরও আটদিন ধরে গাছের উপর বসে থাকার পর অবশেষে ভাল্লুক হার মানে ৷ অন্য শিকারের খোঁজে চলে যায় সেটি ৷ এতদিন না ছিল খাবার জল, না কিছু খাবার ৷ প্রায় আধমরা অবস্থায় কোনওক্রমে একটি উদ্ধারকারি দলকে দেখতে পান অ্যান্টনরা ৷ তাঁরাই এসে নবদম্পতিকে উদ্ধার করে নিয়ে যান ৷
advertisement