TRENDING:

গভীর জঙ্গলে আটকে টানা ১০ দিন! গাছের ডালেই কাটালেন রাত, ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন নবদম্পতি

Last Updated:

Couple stuck in jungle with Wild Boar: অ্যান্টন এবং নিনা বোগদানোভ গিয়েছিলেন সাইবেরিয়ার কামচাটকা অঞ্চলের একটি জঙ্গলে ৷ কিছুটা দূর যেতেই তাঁদের গাড়ির টায়ার ফেঁসে যায় একটি গর্তে ৷ ব্যস, ওখান থেকেই শুরু হয় তাঁদের দুর্ভোগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মস্কো: বিয়ের পরে হানিমুনে না গিয়ে নবদম্পতি গিয়েছিলেন জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে ৷ জঙ্গলের মধ্যে একটা রাত কাটানোই ছিল তাঁদের উদ্দেশ্য ৷ শেষপর্যন্ত সেই অভিজ্ঞতা যে এতটা ভয়ঙ্কর হবে, তা তাঁরা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ৷ এক নয়, গভীর জঙ্গলে ১০টা রাত কাটানোর ভয়াবহ অভিজ্ঞতা তাঁরা শেয়ার করেছেন (Horror Story In Jungle) ৷ ভাগ্য সহায় ছিল, নাহলে এ যাত্রায় হয়তো আর বেঁচে ফেরা সম্ভব হত না এই সদ্য বিবাহিত দম্পতির ৷
advertisement

অ্যান্টন এবং নিনা বোগদানোভ গিয়েছিলেন সাইবেরিয়ার কামচাটকা অঞ্চলের একটি জঙ্গলে ৷ কিছুটা দূর যেতেই তাঁদের গাড়ির টায়ার ফেঁসে যায় একটি গর্তে ৷ ব্যস, ওখান থেকেই শুরু হয় তাঁদের দুর্ভোগ ৷ কারণ জঙ্গলের ভিতর না ছিল মোবাইল নেটওয়ার্ক, না কোনও গাড়ি বা মানুষের দেখা ৷ কিছুটা দূরে Banniye Springs-এর ট্যুরিস্ট বেসে যাওয়াটাই তখন তাঁরা ঠিক মনে করেন ৷ সেখানে পর্যটকদের দেখা মেলার সম্ভাবনা ছিল ৷ কিন্তু হঠাৎই তাঁদের তাড়া করে একটি জংলি ভাল্লুক ৷ অনেক দৌড়েও ভাল্লুকের সঙ্গে পেরে উঠছিলেন না অ্যান্টনরা ৷ ভাল্লুক তাঁদের প্রায় শিকার করেই নিয়েছিল, সেইসময় একটি গাছের উপর কোনওমতে চড়ে বসেন দম্পতি ৷ কিন্তু ভাল্লুকও তাদের ছেড়ে কোথাও যায়নি ৷ শিকারের অপেক্ষায় গাছের তলাতেই ঠায় বসে থাকে সেটি ৷ কখনও জলের বোতল, কখনও পাথর ছুড়ে ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি ৷ প্রায় দু’দিন ধরে বসে থাকার পর গাছ থেকে নেমে পালানোর চেষ্টা করেন অ্যান্টন ও নিনা ৷ কিন্তু তখনই ফের চলে আসে ভাল্লুকটি ৷ কিছুতেই যেন তাদের পিছু ছাড়ছিল না সেটি ৷ এরপর আরও একটি গাছেরই আশ্রয় নিতে হয় দম্পতিকে ৷ টানা আরও আটদিন ধরে গাছের উপর বসে থাকার পর অবশেষে ভাল্লুক হার মানে ৷ অন্য শিকারের খোঁজে চলে যায় সেটি ৷ এতদিন না ছিল খাবার জল, না কিছু খাবার ৷ প্রায় আধমরা অবস্থায় কোনওক্রমে একটি উদ্ধারকারি দলকে দেখতে পান অ্যান্টনরা ৷ তাঁরাই এসে নবদম্পতিকে উদ্ধার করে নিয়ে যান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
গভীর জঙ্গলে আটকে টানা ১০ দিন! গাছের ডালেই কাটালেন রাত, ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন নবদম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল