আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন স্থানীয় সময় রাত প্রায় ৮টা (০০০০ জিএমটি) নাগাদ মধ্য কারাকাসে অবস্থিত মিরাফ্লোরেস প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দ শোনা যায়। যদিও এ ঘটনার আমেরিকা জড়িত নয়, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস৷ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে যে গোলযোগের খবর পাওয়া গিয়েছে, তাতে আমেরিকা “জড়িত নয়”, সংবাদমাধ্যমে জানিয়েছে হোয়াইট হাউস৷
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাসাদ চত্বরের ওপর অজ্ঞাত ড্রোন উড়তে দেখেই প্রতিক্রিয়া স্বরূপ গুলি চালায় নিরাপত্তাবাহিনী৷ ওই সূত্র আরও জানায়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য দেওয়া হয়নি। বিএনও নিউজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪৫ মিনিট ধরে কারাকাসের বিভিন্ন অংশে, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকাতেও, ভারী গোলাগুলির শব্দ শোনা গিয়েছে।
আরও পড়ুন: কলেজের কোনও ডিগ্রি ছাড়াই বিদেশে চাকরি! লক্ষ লক্ষ টাকার প্যাকেজে আমেরিকায় চাকরির বড় সুযোগ
সংস্থাটি আরও জানায়, বাসিন্দারা ড্রোন বা বিমানজাতীয় শব্দ শোনার কথাও বলেছেন এবং কিছু পাড়ায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। গুলিবর্ষণ বা আকাশপথে তৎপরতার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
